ভারত মোবিলিটি এক্সপো ২০২৫ এই সপ্তাহ থেকে শুরু হচ্ছে। যেখানে একাধিক কোম্পানি নতুন গাড়ি ও বাইক উন্মোচন করবে। TVS Motor Company এই অনুষ্ঠানে ইলেকট্রিক জুপিটার ও দেশের প্রথম CNG স্কুটার প্রকাশ্যে আনবে বলে জল্পনা শোনা যাচ্ছে। ইতিমধ্যে পরিবেশ বান্ধব টু হুইলারের দিকে ঝুঁকতে শুরু করেছেন দেশের মানুষ। সেই তালিকায় টিভিএস আনছে দুটি নতুন মডেল। জানুয়ারিতেই স্কুটার দুটি উন্মোচন করতে পারে কোম্পানি।
TVS আনছে ইলেকট্রিক জুপিটার ও সিএনজি স্কুটার
এক্ষেত্রে জানিয়ে রাখি, টিভিএস হল সেই গুটিকয়েক কোম্পানিগুলির মধ্যে একটি, যারা আইকিউব চালু করার সাথে সাথেই সবুজ ব্যান্ডওয়াগনে যোগ দিয়েছিল। এখন, চার বছর পর, কোম্পানিটি CNG স্কুটারের পাশাপাশি নতুন ইলেকট্রিক স্কুটার আনতে চলেছে। বর্তমানে, iQube হল একমাত্র ইলেকট্রিক স্কুটার যা কোম্পানি ভারতে বিক্রি করছে।
তবে শীঘ্রই সেই তালিকায় যোগ দিতে চলেছে ইলেকট্রিক জুপিটার। কোম্পানির দাবি, ভবিষ্যতের EV সংস্করণগুলিকে মাথায় রেখে তৈরি করা হয়েছে এই মডেল। এই মুহূর্তে পেট্রল সংস্করণে 110 সিসি এবং 125 সিসি ভ্যারিয়েন্টে উপলব্ধ জুপিটার। কোম্পানি মনে করছে, এই পরিকল্পনা সামগ্রিক গবেষণা ও উন্নয়ন খরচ কমাতে সাহায্য করবে।
এছাড়া, টিভিএস CNG মডেলের উপর কাজ করছে বলেও গুজব রটেছে। দেশের প্রথম CNG বাইক Bajaj Freedom লঞ্চ হওয়ার পর থেকে, কয়েকটি ব্র্যান্ড সিএনজি গ্রহণের কথা ভাবছে। এবং, টিভিএস তাদের মধ্যে একটি। বাজাজের পর টিভিএস তাদের স্কুটারে এই প্রযুক্তি আনতে পারে। এই বছর ভারত মোবিলিটি এক্সপোতে টিভিএসের প্রথম সিএনজি স্কুটার দেখা যেতে পারে।
এই সব টু হুইলারের কারণে আসন্ন ভারত মোবিলিটি এক্সপো আরও উত্তেজনাপূর্ণ হতে চলেছে। টিভিএস ছাড়াও, আরও অনেক কোম্পানি এই অনুষ্ঠানে তাদের নতুন টু হুইলার ও ফোর হুইলার হাজির করবে। সেখানে আত্মপ্রকাশ হওয়ার পর কবে সাধারণ মানুষদের জন্য লঞ্চ করা হবে, সেটাই এখন দেখার।