টিভিএস আজ ভারতে তাদের ইলেকট্রিক স্কুটার TVS Orbiter লঞ্চ করল। এই ই-স্কুটার নিয়ে গত কয়েকমাস ধরে বিভিন্ন তথ্য সামনে আসছিল। ভারতে এই নতুন এই স্কুটারের দাম রাখা হয়েছে ৯৯,৯০০ টাকা। এর ডিজাইন তরুণ প্রজন্মকে যথেষ্ট আকৃষ্ট করবে। এটি শহরের রাস্তায় চলার জন্য উপযুক্ত। এই স্টাইলিশ ও আধুনিক স্কুটারে রয়েছে বড় এলইডি হেডলাইট, প্রশস্ত উইন্ডস্ক্রিন এবং কিছুটা কার্ভি বডি প্যানেল।
কোম্পানির তরফে দাবি করা হয়েছে, TVS Orbiter ফুল চার্জে ১৫৮ কিমি পর্যন্ত চলবে। এটি শুরুতে কেবল ৩.১ kWh ব্যাটারি সহ এসেছে। যেখানে কোম্পানির iQube মডেলটি একাধিক ব্যাটারি অপশন সহ পাওয়া যায়। নতুন এই স্কুটারের চার্জিং স্পিড সম্পর্কেও এখনও কিছু জানানো হয়নি।
ফিচারের কথা বললে, টিভিএস অর্বিটার ইলেকট্রিক স্কুটারে ক্রুজ কন্ট্রোল, হিল হোল্ড ফাংশন, রিভার্স পার্কিংয়ের সুবিধা আছে। আবার এতে ইউএসবি চার্জিং পোর্ট পাওয়া যাবে। এটি ওটিএ আপডেট এবং স্মার্টফোন অ্যাপ সাপোর্টের মতো সুবিধার সাথে এসেছে। এই স্কুটারে অত্যাধুনিক ইন্সট্রুমেন্ট ক্লাস্টার উপস্থিত।
TVS Orbiter এর বুকিং ইতিমধ্যেই অনলাইনে শুরু হয়ে গিয়েছে। স্কুটারটি ছয়টি রঙে পাওয়া যাবে – নিয়ন সানবার্স্ট, স্ট্রাটোস ব্লু, লুনার গ্রে, স্টেলার সিলভার, কসমিক টাইটানিয়াম এবং মার্টিয়ান কপার।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.