বিশ্বের বৃহত্তম দু’চাকার বাজারে বিক্রির নিরিখে শীর্ষস্থান ধরে রাখতে পারল না হিরো মটোকর্প (Hero MotoCorp)। এই কোম্পানিকে সরিয়ে প্রথম স্থানে জায়গা করে নিল হোন্ডা (Honda)। দেশের বাজারে এই ঘটনা খুবই বিরল। তবে তার থেকেও আশ্চর্যজনক খবর হল, হিরোকে পিছনে ফেলে চমকে দিয়েছে টিভিএস (TVS)। ফলে স্প্লেন্ডর নির্মাতার বিক্রিতে যে বেশ বড় ধস দেখা গিয়েছে তা বোঝার জন্য অভিজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। মাসিক বিক্রির নিরিখে এমন ঘাটতি, কার্যত টালমাটাল পরিস্থিতি তৈরি করেছে কোম্পানির জন্য।
গত মাসে, টিভিএস মোটর বিক্রি করেছে ৪,০৩,৯৭৬টি মোটরসাইকেল ও স্কুটার, যা বার্ষিক ৯% বেশি। একই মাসে হিরো বিক্রি করেছে ৩,৮৮,০৬৮ ইউনিট, যা বার্ষিক ১৭.২% কম। বিক্রির তালিকায় তৃতীয় স্থানে নেমে গিয়েছে হিরো মটোকর্প। প্রথম দুই স্থানে রয়েছে হোন্ডা এবং টিভিএস। এই প্রথম দ্বিতীয় স্থান থেকে হিরোকে সরিয়ে জায়গা করে নিল টিভিএস।
হোন্ডা – ৪২২,৪৯৯ (৭.৯% হ্রাস)
টিভিএস – ৪০৩, ৯৭৬ (৯.৬% বৃদ্ধি)
হিরো মটোকর্প – ৩৮৮,০৬৮ (১৭.২% হ্রাস)
বাজাজ অটো – ২৯৯,৪১৮ (১.৬% বৃদ্ধি)
উল্লেখ্য, ফেব্রুয়ারিতে টিভিএসের রফতানি বৃদ্ধি পেয়েছে ২৬%। গত মাসে ১,২৪,৯৯৩টি দু’চাকা রফতানি করেছে কোম্পানি। আগের বছর ফেব্রুয়ারিতে যা ছিল ৯৮,৮৫৬ ইউনিট। শুধু পেট্রল চালিত দু’চাকা নয় ইলেকট্রিক স্কুটারের বিক্রিও বেড়েছে কোম্পানির। বর্তমানে টিভিএসের ঝুলিতে দুটি ইলেকট্রিক স্কুটার রয়েছে – আইকিউব এবং এক্স।
খুব শীঘ্রই আরও একটি ইলেকট্রিক স্কুটার আসতে চলেছে। এটি হল জুপিটার ইভি। অপরদিকে, হিরো মটোকর্পের ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ড হিরো ভিডার বিক্রি সেই ভাবে ছাপ ফেলতে পারেনি ভারতের বাজারে। তাছাড়া গত মাসে পেট্রল চালিত স্কুটার ও বাইকের বিক্রিও অনেকটা কমেছে, যে কারণে এই প্রথম বিক্রির তালিকায় তৃতীয় স্থানে নেমে গিয়েছে হিরো।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.