Hero Splendor-কে টক্কর দিতে হাজির TVS Sport ES+, দাম মাত্র ৬০৮৮১ টাকা

যারা কম দামে স্টাইলিশ, শক্তিশালী এবং নির্ভরযোগ্য বাইক খুঁজছেন, তাদের জন্য চলে এল TVS Sport ES+। এই বাইকটি ভারতের বাজেট কমিউটার সেগমেন্টে ব্যাপক জনপ্রিয় Hero Splendor-এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। নতুন TVS Sport ES+ এর দাম (এক্স-শোরুম দিল্লি) রাখা হয়েছে ৫৯,৮৮১ টাকা। আসুন নয়া এই বাইকের ডিজাইন সহ ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক।

TVS Sport ES+ এর ডিজাইন ও স্টাইলিং

টিভিএস স্পোর্ট ইএস প্লাস এর নতুন ভ্যারিয়েন্টে কিছু ডিজাইনগত পরিবর্তন দেখা গেছে। এটি এখন গ্রে-রেড এবং ব্ল্যাক-নিওন কালার অপশনে পাওয়া যাবে, যা বাইকটিকে আরও আকর্ষণীয় ও স্টাইলিশ করে তুলেছে। বিশেষভাবে স্পোর্টি অ্যালয় হুইলসের পিনস্ট্রাইপিং এবং ব্ল্যাক পিলিয়ন গ্র্যাব রেল রয়েছে, যা শুধুমাত্র ES+ ভ্যারিয়েন্টে পাওয়া যায়।

পারফরম্যান্স ও ফিচার

পারফরম্যান্সের কথা বললে টিভিএস স্পোর্ট ইএস প্লাস বাইকে ১০৯.৭ সিসি, সিঙ্গল সিলিন্ডার, এয়ার-কুলড, ফুয়েল-ইনজেক্টেড ইঞ্জিন উপস্থিত, যা ৮.০৮ বিএইচপি পাওয়ার এবং ৮.৭ এনএম টর্ক উৎপন্ন করে। এতে রয়েছে ৪-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স। এর টপ স্পিড ৯০ কিমি/ঘণ্টা এবং মাইলেজ ৬৫ কিমি/লিটার (কোম্পানির দাবি)।

TVS Sport ES+ এর সাসপেনশন সিস্টেমও বেশ উন্নত। এতে রয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং ডুয়াল শক অ্যাবজরবার রিয়ার সাসপেনশন। এতে ড্রাম ব্রেক ফ্রন্ট ও রিয়ার ব্রেক সিস্টেম রয়েছে।

বাইকটির মূল্য

TVS Sport ES+ এর সেলফ স্টার্ট অ্যালয় হুইলস ভ্যারিয়েন্টের দাম ৫৯,৮৮১ টাকা এবং সেলফ স্টার্ট ELS অ্যালয় হুইলস অপশনের দাম ৭১,৭৮৫ টাকা। এটি এমন ক্রেতাদের জন্য উপযুক্ত, যারা কিছুটা উন্নত ফিচার চান কিন্তু বেশি খরচ করতে চান না।