জানুয়ারির অন্তিম দিনে ক্রেতাদের জন্য সুখবর শোনাল ইয়ামাহা ইন্ডিয়া। জাপানি সংস্থাটির ভারতীয় শাখা Yamaha R3 ও MT-03 বাইক দুটির দাম ১.১০ লক্ষ টাকা পর্যন্ত কমানোর ঘোষণা করেছে। ফলে এখন R3 কিনতে খরচ হবে ৩.৬ লক্ষ টাকা (এক্স-শোরুম)। আর MT-03 মডেলটির নতুন দাম হয়েছে ৩.৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)। যারা সাশ্রয়ী মূল্যে হাই-পারফরম্যান্স বাইক খুঁজছিলেন, তাদের জন্য এটি দারুণ ডিল হতে পারে।
ইয়ামাহা নিশ্চিত করেছে যে, এগুলি সংশোধিত দাম এবং ডিসকাউন্ট বা স্টক ক্লিয়ারেন্স সেলসের অংশ নয়। এই নতুন মূল্য ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হব। R3 এবং MT-03 উভয়ই চমৎকার মোটরসাইকেল হিসাবে পরিচিত। ডিজাইন ও পারফরম্যান্সের দুর্দান্ত ভারসাম্য প্রদান করে। বাইক দুটি সম্পূর্ণ তৈরি অবস্থায় ভারতে আমদানি হয়। সেই কারণেই উচ্চমূল্যের। তবে দাম কমে যাওয়ার ফলে ভ্যালু ফর মানি অফার করবে।
Yamaha R3 ও MT 03: স্পেসিফিকেশন
ইয়ামাহার দুই বাইকেই ৩২১ সিসি টুইন সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন ব্যবহার হয়েছে। স্মুদ পাওয়ার ডেলিভারি ও রিফাইনমেন্টের জন্য পরিচিত এই ইঞ্জিন থেকে ৪১.৪ বিএইচপি ক্ষমতা ও ২৯.৬ এনএম টর্ক উৎপন্ন হয়। এটি ছয় গতির গিয়ারবক্সের সঙ্গে লিঙ্ক করা।
হার্ডওয়্যার সেটআপের মধ্যে মিলবে আপসাইড ডাউন ফর্ক ও মনোশক সাসপেনশন। দুই চাকায় ডিস্ক ব্রেক সহ ডুয়াল চ্যানেল এবিএস বর্তমান। R3 একটি ফুল-ফেয়ার্ড স্পোর্টস বাইক যা আইকন ব্লু ইয়ামাহা ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ। অন্যদিকে, MT-03 একটি নেকেড স্ট্রিটফাইটার মোটরসাইকেল। এটি মিডনাইট সায়ান এবং মিডনাইট ব্ল্যাক পেইন্ট স্কিমে বেছে নেওয়া যাবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.