মানুষের মধ্যে Smart TV কেনার প্রবণতা অনেক বেড়ে গেছে কারণ এদের মাধ্যমে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট দেখা যায়। আর আপনি যদি নতুন বছরে বাজাটের মধ্যে বড় স্ক্রিনের স্মার্ট টিভি কিনতে চান তাহলে এই প্রতিবেদনে রয়েছে সুখবর। কারণ এখানে আমরা সবচেয়ে কম দামে 50 ইঞ্চি স্ক্রিনের একটি Smart TV এর সন্ধান নিয়ে এসেছি। তবে দাম কম ফলেও এই টিভিতে ফিচারের কমতি নেই। টিভিটি অনলাইন শপিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট থেকে কেনা যাবে।
এটি Foxsky ব্র্যান্ডের স্মার্ট টিভি এবং এতে একাধিক কানেক্টিভিটি অপশন সহ বেজেল-লেস ডিজাইন দেখা যাবে। এই স্মার্ট টিভিতে অ্যান্ড্রয়েড টিভি সফটওয়্যার এবং ডলবি ভিশন অ্যাটমস সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে কোয়াড-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফ্লাট ডিসকাউন্টের পাশাপাশি এই Smart TV এর ওপর আলাদা করে ব্যাঙ্ক অফারের সুবিধা দেওয়া হচ্ছে।
50 ইঞ্চি স্মার্ট টিভিতে বিশেষ ছাড়
Foxsky Ultra HD 4K LED Android Smart TV ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে 23,999 টাকায় তালিকাভুক্ত আছে। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে 5 শতাংশ অতিরিক্ত ক্যাশব্যাক পাওয়া যাবে, যারপর এর দাম হবে 22,799 টাকা। আবার পুরানো টিভি এক্সচেঞ্জ করে সর্বাধিক 3,100 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।
Foxsky Smart TV এর ফিচার
এই স্মার্ট টিভিতে রয়েছে 4K (3840×2160 পিক্সেল) রেজোলিউশন সহ 50 ইঞ্চি ডিসপ্লে। এই ডিসপ্লে 60Hz রিফ্রেশ রেট অফার করে। অডিও অভিজ্ঞতার জন্য এতে রয়েছে 30W ক্ষমতাসম্পন্ন ডুয়েল স্পিকার। এই স্মার্ট টিভিটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলে এবং এতে নেটফ্লিক্স, ডিজনি + হটস্টার এবং ইউটিউবের মতো ওটিটি অ্যাপ সাপোর্ট করে। এতে এইচডিএমআই সহ বিভিন্ন কানেক্টিভিটি অপশন উপলব্ধ। এই টিভিতে গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করে এবং এতে ইনবিল্ট ক্রোমকাস্ট ফিচার রয়েছে।