আইফোনের চিপ সহ ছোট ডিসপ্লের MacBook আনছে Apple

Apple ফের ছোট সাইজের ল্যাপটপ বাজারে আনতে পারে। TrendForce এর সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছে, সংস্থাটি একটি নতুন এন্ট্রি-লেভেল MacBook নিয়ে কাজ করছে, যার ডিসপ্লে সাইজ হবে প্রায় ১২.৯ ইঞ্চি। এটি ২০২৬ সালের বসন্তকালে লঞ্চ হতে পারে। যদি তথ্যটি সঠিক হয়, তাহলে এটি MacBook Air মডেলের নিচে অবস্থান করবে। এক কথায়, যারা কম দামে Apple ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য এটা আদর্শ হবে।
নতুন Apple MacBook আসবে কমপ্যাক্ট ডিজাইনের সাথে
আসন্ন ল্যাপটপটির ডিসপ্লের সাইজ ১৩.৬ ইঞ্চি MacBook Air এর থেকে কম হলেও, পাতলা বেজেল ব্যবহার করলে এর মোট পরিমাপ খুব একটা আলাদা হবে না। এটিকে অনেকটা আগের ১২ ইঞ্চি MacBook-এর মতোই দেখাবে। যারা ২০১৫ থেকে ২০১৭ সালের সেই মডেল ব্যবহার করেছেন, তারা জানেন সেটি কতটা হালকা আর বহনযোগ্য ছিল। তবে পারফরম্যান্স নিয়ে তখন অনেক প্রশ্ন ছিল। এবার গল্পটা আলাদা হবে বলে মনে হচ্ছে।
থাকবে iPhone-এর A18 Pro চিপ
TrendForce তাদের প্রতিবেদনে বলেছে, নতুন MacBook মডেলে ব্যবহার করা হতে পারে Apple A18 Pro চিপ, যা iPhone 16 Pro সিরিজে রয়েছে। এটি এম সিরিজের প্রসেসর নয় ঠিকই, কিন্তু বেঞ্চমার্ক রিপোর্ট বলছে, পুরনো ইন্টেল ভিত্তিক ১২ ইঞ্চি MacBook-এর তুলনায় অনেক বেশি শক্তিশালী। সিঙ্গল-কোর পারফরম্যান্স কয়েকগুণ বেশি হতে পারে, আর হালকা মাল্টি-টাস্কিংয়ে M1-এর কাছাকাছিও পৌঁছাতে পারে।
ব্যাটারি লাইফে জোর দেবে Apple
A18 Pro চিপটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটি iPhone-এর ছোট বডিতেও ঠান্ডা থাকে। তাই নতুন MacBook মডেলে চিপটি ফ্যান ছাড়াই ভালো কাজ করবে। এর অর্থ ডিভাইসটির ব্যাটারি লাইফও দুর্দান্ত হবে। তবে এটি বড় বা জটিল ভিডিও এডিটিং বা বড় কোড কম্পাইলের জন্য নয়, বরং ভ্রমণ, অফিসের কাজ, পড়াশোনা বা দৈনন্দিন ব্যবহারের জন্য উপযুক্ত হবে।
নতুন Apple MacBook এর দাম
দাম নিয়ে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি। তবে TrendForce এর মতে, Apple এটিকে MacBook Air এর থেকেও কম দামে লঞ্চ করবে। উল্লেখ্য, Air-এর দাম শুরু হয়েছে প্রায় ৭৯৯ ডলার থেকে, যা ভারতীয় মূল্যে প্রায় ৭১,৮০০ টাকা।

