লাস ভেগাসে অনুষ্ঠিত এবারের কনজ্যুমার ইলেকট্রনিক্স শো (CES) 2025 ইভেন্টে Asus তাদের TUF গেমিং ল্যাপটপ সিরিজের 2025 মডেলের পাশাপাশি নতুন 18 ইঞ্চি মডেলের উপর থেকে পর্দা সরিয়েছে। নতুন লাইনআপে আছে – TUF গেমিং A16, F16, এবং নতুন TUF গেমিং A18 মডেল। সমস্ত ল্যাপটপে এনভিডিয়া জিফোর্স আরটিএক্স 5070 জিপিইউ রয়েছে। আবার Asus 2025 TUF গেমিং ল্যাপটপে পাওয়া যাবে এএমডি ও ইন্টেল চিপসেট, 32 জিবি পর্যন্ত র্যাম এবং 2 টিবি পর্যন্ত এসএসডি স্টোরেজ।
Asus 2025 TUF A16, F16 ও A18 গেমিং ল্যাপটপের দাম
আসুস ইভেন্টে নতুন টিইউএফ গেমিং ল্যাপটপ সিরিজ লঞ্চ করলেও এদের দাম এখনও ঘোষণা করা হয়নি। আশা করা হচ্ছে বিভিন্ন দেশে লঞ্চের পরে স্থানীয় দাম জানানো হবে।
Asus TUF Gaming A18 এর ফিচার
আসুস জানিয়েছে টিইউএফ গেমিং A18 (FA808) এই লাইনআপের প্রথম 18 ইঞ্চি ল্যাপটপ। এটিতে 240Hz রিফ্রেশ রেট এবং 500 নিটস পিক ব্রাইটনেস সহ 2.5K রেজোলিউশনের (2560×1600 পিক্সেল) WQXGA আইপিএস স্ক্রিন আছে। এই ল্যাপটপটির পরিমাপ 3.99×2.83×1.89 সেমি এবং ওজন 2.6 কেজি। এতে সিঙ্গেল জোন আরজিবি মিনি এলইডি ব্যাকলাইট চিকলেট কিবোর্ড রয়েছে, যার সাথে ফুল সাইজ অ্যারো কি উপস্থিত।
নতুন এই ল্যাপটপ এএমডি রাইজেন 7 260 প্রসেসর সহ এসেছে, সাথে 32 জিবি পর্যন্ত র্যাম এবং 2 টিবি পর্যন্ত এম .2 পিসিআই 4.0 এসএসডি স্টোরেজ পাওয়া যাবে। গ্রাফিক্সের জন্য এতে এনভিডিয়া জিফোর্স আরটিএক্স 5070 ল্যাপটপ বর্তমান।
আসুস টিইউএফ গেমিং A18 এর কানেক্টিভিটি অপশনের মধ্যে আছে ইউএসবি 3.2 জেন 2 টাইপ-সি পোর্ট এবং ডিসপ্লেপোর্ট সহ ইউএসবি 4.0 পোর্ট, ইউএসবি 2.0 টাইপ-এ, এইচডিএমআই 2.1 পোর্ট এবং 3.5 মিমি হেডফোন জ্যাক। এতে Wi-Fi 6E এবং ব্লুটুথ 5.3 সাপোর্ট করে। এই ল্যাপটপের অন্যান্য বিশেষ ফিচারের মধ্যে রয়েছে ডলবি অ্যাটমস সাপোর্টসহ স্টেরিও স্পিকার, টু-ওয়ে এআই নয়েজ ক্যান্সেলেশন এবং উইন্ডোজ হ্যালোসহ 1080P আইআর ক্যামেরা। আসুস টিইউএফ গেমিং A18 ল্যাপটপে 90Wh ব্যাটারি দেওয়া হয়েছে। এর সাথে 240W অ্যাডাপ্টার পাওয়া যাবে।
Asus TUF Gaming A16 এবং F16 এর ফিচার
আসুস টিইউএফ গেমিং A16 (FA608) এবং F16 (FX608) মডেলের মধ্যে প্রসেসর ছাড়া আর সমস্ত স্পেসিফিকেশন একই। উভয় মডেলেই 16 ইঞ্চি WQXGA (2560×1600 পিক্সেল) আইপিএস ডিসপ্লে আছে, যা 165Hz রিফ্রেশ রেট, 16:10 অ্যাসপেক্ট রেশিও এবং 400 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। উভয় ল্যাপটপে এনভিডিয়া জিফোর্স আরটিএক্স 5070 জিপিইউ, 32 জিবি পর্যন্ত DDR5 র্যাম এবং 2 টিবি পর্যন্ত M.2 PCIe 4.0 এসএসডি স্টোরেজ পাওয়া যাবে। ল্যাপটপগুলিতে দ্বিতীয় প্রজন্মের আর্ক ফ্লো ফ্যানও বর্তমান যা এদেরকে ঠান্ডা রাখতে সাহায্য করবে।
এদের কানেক্টিভিটি অপশন এবং ব্যাটারি ক্যাপাসিটি অনেকটা আসুস টিইউএফ গেমিং A18 এর মতোই। আগেই বলেছি আসুস টিইউএফ গেমিং A16 এবং F16 মডেলের মধ্যে প্রসেসরের পার্থক্য রয়েছে। এরমধ্যে A16 এএমডি রাইজেন 7 260 প্রসেসর এবং F16 ইন্টেল কোর আল্ট্রা 9 275 এইচএক্স চিপসেট সহ এসেছে।