আসুস ভারতে আজ Vivobook S সিরিজের নতুন দুটি ল্যাপটপ লঞ্চ করেছে, যাদের নাম Asus Vivobook S14 এবং Vivobook S16। মোট চারটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ল্যাপটপ দুটি। এদের দাম শুরু হয়েছে ৬৯,৯৯০ টাকা থেকে। এগুলি দেখতে যেমন স্লিম, পারফরম্যান্সেও তেমনি দুর্দান্ত। নয়া ল্যাপটপ দুটিতে AI ফিচারও উপস্থিত। Asus Vivobook S14 ও Vivobook S16 এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
আসুস ভিভোবুক এস১৪ -এর প্রথম মডেল S3407QA-এর দাম রাখা হয়েছে ৭৪,৯৯০ টাকা এবং এটি কেবল ফ্লিপকার্ট থেকে পাওয়া যাচ্ছে। এর আরেকটি ভ্যারিয়েন্ট S3407CA-এর দাম ৮০,৯৯০ টাকা, এই ভ্যারিয়েন্টটি ফ্লিপকার্ট এবং অ্যামাজন থেকে কেনা যাবে।
এদিকে বড় স্ক্রিন সহ আসা ভিভো এস১৬ ওএলইডি (S3607CA) এর দাম পড়বে ৮২,৯৯০ টাকা। আর একই সিরিজের আরেকটি ভ্যারিয়েন্ট S3607VA-এর মূল্য ধার্য করা হয়েছে ৬৯,৯৯০। দুটি মডেলই অ্যামাজনে বিক্রির জন্য উপলব্ধ।
আসুস ভিভোবুক এস১৪ ল্যাপটপে আছে ১৪ ইঞ্চি ডিসপ্লে এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন এক্স প্রসেসর। এটি ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি এসএসডি স্টোরেজ সহ আসবে। ভিডিও কলিংয়ের জন্য আছে ফুল এইচডি রেজোলিউশনের ওয়েবক্যাম। এতে ৭০WHr ক্ষমতার ব্যাটারি দেওয়া হয়েছে, যা দীর্ঘ সময় ব্যাকআপ দেবে।
আসুসের এই ল্যাপটপেও ১৪ ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে, এর রেজোলিউশন ১৯২০×১২০০ পিক্সেল। ডিভাইসটি ইন্টেল কোর আল্ট্রা ৭ ২৫৫এইচ প্রসেসর, ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি এসএসডি সহ এসেছে। এর সঙ্গে আছে ডলবি অ্যাটমস সাপোর্ট যুক্ত স্টেরিও স্পিকারস। এতে ৭০WHr ব্যাটারি রয়েছে, যা ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
এতে ১৬ ইঞ্চির OLED ডিসপ্লে উপস্থিত, যার রেজোলিউশন ১৯২০×১২০০ পিক্সেল। পারফরম্যান্সের জন্য এতে ইন্টেল কোর আই ৭-১৩৬২০এইচ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই মডেলে ৭০WHr ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.