CMF Headphone Pro ভারতে ১০০ ঘণ্টা ব্যাটারি লাইফ সহ লঞ্চ হল

CMF ভারতে তাদের প্রথম ওভার-ইয়ার ANC হেডফোন, CMF Headphone Pro লঞ্চ করল। এটি প্রিমিয়াম রেঞ্জে এসেছে। প্রথম দর্শনে বোঝা যায় হেডফোনটি বানানোর ক্ষেত্রে শুধু সাউন্ড নয়, ডিজাইন ও ব্যবহারকারীর অভিজ্ঞতাকেও সমান গুরুত্ব দেওয়া হয়েছে। ব্র্যান্ডটি আলাদা কিছু করার চেষ্টা করেছে। আসুন এর ডিজাইন থেকে শুরু করে ফিচার ও দাম জেনে নেওয়া যাক।
CMF Headphone Pro এর ডিজাইন ও ফিচার
CMF Headphone Pro ভারতে লাইট গ্রে, ডার্ক গ্রে ও লাইট গ্রীন কালার অপশন সহ পাওয়া যাবে। এই রঙগুলি খুব চড়া নয়, আবার একেবারে সাদামাটাও না। এর ইয়ার কুশন বদলানো যায়। চাইলে নিজের স্টাইল বা মুড অনুযায়ী কাস্টমাইজ করা সম্ভব।
ব্যাটারি নিয়ে CMF এর দাবি, একবার চার্জে হেডফোনটি টানা ১০০ ঘণ্টা পর্যন্ত চলবে। যদিও ANC চালু থাকলে প্রায় ৫০ ঘণ্টা ব্যাকআপ মিলতে পারে। এছাড়া পাঁচ মিনিট চার্জ করলেই এটি প্রায় আট ঘণ্টা গান শুনতে দেবে। পুরো চার্জ হতে সময় লাগে দুই ঘণ্টারও কম।
টাচ কন্ট্রোলের বদলে এখানে রাখা হয়েছে ফিজিক্যাল বাটন। একটি রোলার কন্ট্রোল দিয়ে ভলিউম, প্লে-পজ ও ANC নিয়ন্ত্রণ করা যায়। সঙ্গে রয়েছে একটি এনার্জি স্লাইডার, যেটা দিয়ে রিয়েল টাইমে বেস ও ট্রেবল ঠিক করা সম্ভব। একটা কাস্টমাইজেবল বাটনও আছে, যেটা দিয়ে স্পেশিয়াল অডিও বা AI ফিচার দ্রুত চালু করা যাবে।
সাউন্ডের কথা বললে, এই হেডফোনে রয়েছে ৪০ ডেসিবেল পর্যন্ত হাইব্রিড অ্যাডাপটিভ ANC। আশপাশের শব্দ বুঝে নিজে থেকেই নয়েজ ক্যানসেলেশন অ্যাডজাস্ট করবে। আবার এতে ৪০ মিমি কাস্টম ড্রাইভার, LDAC সাপোর্ট ও Hi-Res অডিও সার্টিফিকেশন রয়েছে।
CMF Headphone Pro এর দাম
এর দাম রাখা হয়েছে ৭,৯৯৯ টাকা। তবে লঞ্চ অফারে এটি সীমিত সময়ের জন্য ৬,৯৯৯ টাকায় পাওয়া যাবে। ২০ জানুয়ারি ২০২৬ থেকে Flipkart এবং অফলাইন স্টোরে এর বিক্রি শুরু হবে।

