আজ ১২ জুন থেকে শুরু হচ্ছে ফ্লিপকার্টের বিশেষ বোনাঞ্জা সেল, যা চলবে ১৮ জুন ২০২৫ পর্যন্ত। বরাবরের মতোই এবারের সেলেও থাকছে লোভনীয় অফার। বিশেষ করে কোডাক (Kodak) ও ব্লাউপাঙ্কট (Blaupunkt) ব্র্যান্ডের স্মার্ট টিভিতে বড়সড় ছাড় দেওয়া হচ্ছে। তাই এই মুহূর্তে যারা নতুন টিভি কিনতে চাইছেন, তাদের জন্য Flipkart Bonanza সেল এনেছে দারুণ সুযোগ।
ফ্লিপকার্ট বোনাঞ্জা সেল চলাকালীন ২৪ থেকে ৬৫ ইঞ্চি পর্যন্ত বিভিন্ন মডেলের স্মার্ট টিভি আকর্ষণীয় অফারে পাওয়া যাচ্ছে। এরমধ্যে HD, Full HD থেকে শুরু করে 4K QLED সমস্ত ধরনের মডেল রয়েছে। আবার যারা ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ড দিয়ে পেমেন্ট করবেন, তারা ৫ শতাংশ ক্যাশব্যাক পাবেন।
কোডাকের SE সিরিজের ২৪, ৩২ ও ৪৩ ইঞ্চি স্ক্রিনের টিভিগুলিতে আছে ৩০ ওয়াট পর্যন্ত অডিও আউটপুট ও ৪ জিবি স্টোরেজ। এরমধ্যে 32SE মডেল মাত্র ৭৯৯৯ টাকায়, 24SE মডেল মাত্র ৫৯৯৯ টাকায় সেলে পাওয়া যাচ্ছে। সিরিজের অন্যান্য মডেলে দেওয়া হচ্ছে ১৫০০-২০০০ টাকা ডিসকাউন্ট।
এই টিভিগুলিতে YouTube, Prime Video, Zee5 এর মতো অ্যাপ প্রি-ইনস্টল আছে। আর Kodak এর QLED লাইনআপে রয়েছে গুগল টিভি ওএস, DTS সাউন্ড, ডলবি অ্যাটমস, এইচডিআর ১০, ২ জিবি র্যাম ও ১৬ জিবি স্টোরেজের মতো প্রিমিয়াম ফিচার।
ব্লাউপাঙ্কট ব্র্যান্ডের QLED টিভিগুলি ৪৩ থেকে ৭৫ ইঞ্চি পর্যন্ত স্ক্রিন সাইজে এসেছে। এরমধ্যে ৪৩ ইঞ্চির QLED টিভির দাম সেলে রাখা হয়েছে ২০৪৯৯ টাকা, আর ৭৫ ইঞ্চির টিভিতে প্রায় ১০,০০০ ছাড় দেওয়া হচ্ছে।
এই টিভিগুলিতে রয়েছে 4K UHD রেজোলিউশন, HDR10+, ও প্রায় বেজেল-লেস ডিজাইন। অডিওর ক্ষেত্রে ডলবি অ্যাটমস ও ট্রু-সারাউন্ড প্রযুক্তি এগুলিতে পাওয়া যাবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.