Hisense আজ ভারতীয় বাজারে নতুন প্রজন্মের QLED স্মার্ট টিভি সিরিজ E7Q Pro লঞ্চ করল। এই সিরিজের অধীনে ৫৫ ইঞ্চি, ৬৫ ইঞ্চি এবং ১০০ ইঞ্চি স্ক্রিন সাইজের টিভি তিনটি বাজারে এসেছে। এদের দাম শুরু হয়েছে ৪২,৯৯৯ টাকা থেকে। নতুন এই টিভিগুলিতে পাওয়া যাবে 4K আল্ট্রা HD ডিসপ্লে, ডলবি অ্যাটমস সাউন্ড এবং AI প্রযুক্তি।
হাইসেনস এর ৫৫ ইঞ্চি, ৬৫ ইঞ্চি ও ১০০ ইঞ্চি টিভিগুলির প্রারম্ভিক মূল্য ধার্য করা হয়েছে ৪২,৯৯৯ টাকা। এগুলি শুধুমাত্র Amazon.in থেকে পাওয়া যাবে। লঞ্চ অফার হিসেবে রয়েছে ১ বছরের JioHotstar প্রিমিয়াম সাবস্ক্রিপশন, নো-কস্ট ইএমআই সুবিধা এবং এক্সচেঞ্জ অফার।
Hisense E7Q Pro সিরিজে আছে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের QLED ডিসপ্লে, যা এএমডি ফ্রিসিঙ্ক প্রিমিয়াম সার্টিফায়েড। এর ফলে গেমিংয়ের সময় ছবির কোয়ালিটি থাকবে ঝকঝকে। আর AI স্মুথ মোশন প্রযুক্তি ভিডিও বা গেম চলাকালীন যেকোনো ধরণের মোশন ব্লার কমিয়ে দেবে। এছাড়া টিভি তিনটিতে রয়েছে এইচডিআর১০ প্লাস, এইচডিআর১০ প্লাস অ্যাডাপ্টিভ এবং MEMC সাপোর্ট।
হাইসেনস এর টিভিগুলিতে Game Mode Pro ও Game Bar ইন্টারফেস পাওয়া যাবে, যার মাধ্যমে গেম খেলার সময় টিভির বিভিন্ন সেটিংস সহজেই নিয়ন্ত্রণ করা যাবে। এগুলিতে ডলবি ভিশন ও ডলবি অ্যাটমস সাপোর্ট করবে। টিভিগুলি ২৪ ওয়াটের স্পিকার সহ এসেছে।
এই তিনটি টিভিতে থাকছে VIDAA OS প্ল্যাটফর্মের ৮ বছরের গ্যারান্টি, যেখানে সিকিউরিটি আপডেট অন্তর্ভুক্ত থাকবে। এগুলিতে পাওয়া যাবে এআই 4K আপস্কেলিং, এআই পিকচার অ্যাডজাস্টমেন্ট, এআই HDR এনহান্সার, ও এআই লাইট সেন্সরের মতো স্মার্ট ফিচার।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.