আজ সৌদি আরবে লঞ্চ হল Honor Pad X7 ট্যাবলেট। এর দাম রাখা হয়েছে প্রায় ৮,০০০ টাকার কাছাকাছি। এন্ট্রি লেভেল এই ট্যাবলেটে আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট, ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৭০২০ এমএএইচ ব্যাটারি। এটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে ও একটি কালার অপশনে এসেছে। আসুন Honor Pad X7 ট্যাবলেটের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Honor Pad X7 এর ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট শুরুতে ৩৪৯ সৌদি রিয়াল মূল্যে পাওয়া যাবে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৮,০০০ টাকা। যদিও এর আসল দাম ৪৪৯ সৌদি রিয়াল (প্রায় ১০,৩০০ টাকা)। তবে ট্যাবলেটটির ৬ জিবি র্যাম ভ্যারিয়েন্টের মূল্য এখনও ঘোষণা করা হয়নি। এটি শুধুমাত্র গ্রে কালার অপশনে এসেছে।
অনার প্যাড এক্স৭ ট্যাবে আছে ৮.৭ ইঞ্চি এলসিডি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ ও ব্রাইটনেস ৬২৫ নিট পর্যন্ত। এই ডিসপ্লে TÜV Rheinland ব্লু লাইট ও ফ্লিকার ফ্রি সার্টিফিকেশন সহ এসেছে। পারফরম্যান্সের জন্য এতে এড্রেনো ৬১০ জিপিইউ সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট ব্যবহার করা হয়েছে। এটি ৬ জিবি পর্যন্ত র্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। এই ট্যাবলেটে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১টিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ফটোগ্রাফির জন্য Honor Pad X7 মডেলে পিছনের দিকে রয়েছে অটোফোকাস সহ ৮ মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৫ মেগাপিক্সেল ফিক্সড ফোকাস ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৭০২০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। কোম্পানি তরফে দাবি করছে ফুল চার্জে এই ব্যাটারি ৫৬ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম দেবে। এতে রিভার্স চার্জিংও সাপোর্ট করবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.