ই-কমার্স সাইট ফ্লিপকার্ট প্রায়শই কিছু বিশেষ ডিল এবং অফার নিয়ে হাজির হয়, তবে এমন কিছু অফার রয়েছে যা কানে শুনে বিশ্বাস করা কঠিন। যেমন HP Chromebook Mediatek MT8183 এর সাথে এখন লোভনীয় অফার পাওয়া যাচ্ছে। আপনি ৯ হাজার টাকারও কম দামে এই ল্যাপটপটি কিনতে পারবেন। আজ্ঞে হ্যাঁ! এমনই বাম্পার অফার সম্পর্কে আমরা এই প্রতিবেদনে আলোচনা করতে চলেছি।
তার আগে বলি HP Chromebook Mediatek MT8183 ল্যাপটপটি কমপ্যাক্ট ডিজাইন সহ এসেছে, যার ফলে সহজেই একে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে। এতে ১১ ইঞ্চির চেয়ে বড় ডিসপ্লে দেওয়া হয়েছে। আর ওজন ১.৫ কেজিরও কম। সংস্থার তরফে এক বছরের ওয়ারেন্টিও দেওয়া হচ্ছে এর সাথে।
HP Chromebook Mediatek MT8183 ল্যাপটপ ৯ হাজার টাকার কমে
এইচপি ক্রোমবুক মিডিয়াটেক এমটি৮১৮৩ এর আসল দাম ৩০,০০০ টাকার বেশি হলেও, এটি ই-কমার্স প্ল্যাটফর্মে ৯,৯৯০ টাকায় তালিকাভুক্ত আছে। এছাড়াও এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে এবং যারপর ল্যাপটপের দাম ৯,০০০ টাকার কম হবে।
এইচপি ক্রোমবুকের স্পেসিফিকেশন
এইচপি ক্রোমবুক মিডিয়াটেক এমটি৮১৮৩ ল্যাপটপে এইচডি (১৩৬৬x৭৮৬ পিক্সেল) রেজোলিউশনের সাথে ১১.৬-ইঞ্চি আইপিএস ডিসপ্লে আছে এবং এই ডিসপ্লে ২২০ নিটস ব্রাইটনেস অফার করে। বিল্ট-ইন স্পিকার ছাড়াও, এতে ইন্টারনাল মাইক এবং মিডিয়াটেক এমটি৮১৮৩ প্রসেসর দেওয়া হয়েছে। এই ডিভাইসে আছে ৪ জিবি LPDDR4X র্যাম। সাথে ৩২ জিবি ইএমএমসি স্টোরেজ পাওয়া যাবে।
ল্যাপটপটি ক্রোম অপারেটিং সিস্টেমে চলে এবং এতে চারটি ইউএসবি কানেক্টিভিটি পোর্ট উপস্থিত। ল্যাপটপটির মাত্র ১৮.৮ মিমি পুরু এবং ওজন মাত্র ১.৩৪ কেজি। এতে রয়েছে ফুল সাইজ স্পিল-রেজিস্ট্যান্ট কিবোর্ড এবং ৭২০পি এইচডি ক্যামেরা।