লাভা ভারতে তাদের নতুন স্মার্টওয়াচ Lava Prowatch Xtreme লঞ্চ করল। এর দাম রাখা হয়েছে ৫,০০০ টাকার কম। এটি আগামী ১৬ জুন থেকে Amazon-এর মাধ্যমে কেনা যাবে। নয়া মডেলটি Prowatch X এর উত্তরসূরি হিসেবে এসেছে, এতে আরও উন্নত সফটওয়্যার, বেশ কিছু নতুন ফিটনেস ফিচার পাওয়া যাবে। আসুন Lava Prowatch Xtreme স্মার্টওয়াচের মূল্য ও সম্পূর্ণ ফিচার জেনে নেওয়া যাক।
লাভা প্রোওয়াচ এক্সট্রিম মডেলটি তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে – সিলিকন, নাইলন, এবং মেটাল স্ট্র্যাপ। ১৬ জুন সিলিকন স্ট্র্যাপের দাম পড়বে ৩,৯৯৯ টাকা, নাইলন স্ট্র্যাপের জন্য খরচ পড়বে ৪,১৯৯ টাকা, আর মেটাল স্ট্র্যাপের জন্য ৪,৪৯৯ টাকা মূল্য ধার্য করা হয়েছে। প্রথম সেলে নির্দিষ্ট ব্যাঙ্ক কার্ড ব্যবহার করলে ১,০০০ টাকা অতিরিক্ত ছাড়ও পাওয়া যাবে।
লাভা প্রোওয়াচ এক্সট্রিম স্মার্টওয়াচে আছে ১.৪৩-ইঞ্চির AMOLED স্ক্রিন, যার রেজোলিউশন ৪৬৬×৪৬৬ পিক্সেল এবং ব্রাইটনেস ৫০০ নিটস। ডিসপ্লের সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস ৩ ব্যবহার করা হয়েছে, আর এতে Always-On Display ফিচার সাপোর্ট করবে।
এই স্মার্ট ঘড়ির বডি তৈরি হয়েছে অ্যালুমিনিয়াম মেটাল অ্যালয় দিয়ে, ফলে এটি দেখতে যেমন প্রিমিয়াম, তেমনই টেকসই। আবার এটি IP68 রেটিং সহ আসায় ঘাম বা হালকা জল লাগলেও নষ্ট হবে না।
অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় প্ল্যাটফর্মের জন্য আসা Prowatch Xtreme স্মার্টওয়াচে রয়েছে ATD3085C চিপসেট। দীর্ঘক্ষণ ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৩০০ এমএএইচ ব্যাটারি। লাভার তরফে দাবি করা হয়েছে যে এটি একবার চার্জ দিলে ৮ থেকে ১০ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে। যদিও ব্লুটুথ কলিং করা যাবে প্রায় ৫ ঘণ্টা, আর জিপিএস ব্যবহারে ব্যাটারি টিকবে ১৭ ঘণ্টা পর্যন্ত।
Lava Prowatch Xtreme স্মার্টওয়াচে ১১০টিরও বেশি স্পোর্টস মোড আর ৬টি রানিং কোর্স অন্তর্ভুক্ত। IER (ইন্টেলিজেন্ট এক্সারসাইজ রিকগনিশন) প্রযুক্তির মাধ্যমে ঘড়িটি স্বয়ংক্রিয়ভাবে এক্সারসাইজ শনাক্ত করতে পারে। আবার এতে HX3960 PPG সেন্সর থাকায় হার্ট রেট, SpO2, ঘুম পর্যবেক্ষণ, এমনকি ওয়ার্কআউট সম্পর্কে জানা যাবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.