গ্যাজেট

ল্যাপটপের মতো বড় ডিসপ্লে ও 12000mAh ব্যাটারির সাথে আসছে Oppo-র নতুন ট্যাব

Oppo চিনে আগামী ১০ই এপ্রিল একটি মেগা লঞ্চ ইভেন্টের আয়োজন করেছে। সেখানে সংস্থার এই বছরের সবথেকে পাওয়ারফুল স্মার্টফোন Find X8 Ultra আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে।

Published on:

oppo pad 4 pro specs launch 13 2 inch 3k display

অঙ্কিতা মন্ডল, কলকাতা: Oppo চিনে আগামী ১০ই এপ্রিল একটি মেগা লঞ্চ ইভেন্টের আয়োজন করেছে। সেখানে সংস্থার এই বছরের সবথেকে পাওয়ারফুল স্মার্টফোন Find X8 Ultra আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে। এছাড়াও, ওই ইভেন্টে প্রকাশ হবে Oppo Pad 4 Pro ট্যাবলেট। কোম্পানির ফ্ল্যাগশিপ ট্যাব হিসাবে আসছে এটি। লঞ্চের আগে, এই ট্যাবের বেশ কিছু ফিচার্স ঘোষণা করেছে ওপ্পো, যা শুনলে আপনার চক্ষু চড়কগাছ হয়ে যাবে।

Oppo Pad 4 Pro ট্যাবলেটের বিশেষত্ব হবে ডিসপ্লে। চীনা টেক জায়ান্টটি সম্প্রতি একটি টিজার পোস্টারের মাধ্যমে ডিসপ্লের বিভিন্ন স্পেসিফিকেশন প্রকাশ করেছে। এতে লম্বা ১৩.২ ইঞ্চি ডিসপ্লে আছে যা ৩.৪K রেজোলিউশন এবং সর্বোচ্চ ৯০০ নিট উজ্জ্বলতা প্রদান করে। ডিসপ্লেটি পাতলা বেজেল দ্বারা বেষ্টিত বলে মনে করা হচ্ছে। কোম্পানি ক্ষতিকর ব্লু লাইট বা নীল আলোর কম নির্গমন এবং ফ্লিকার ফ্রি ডিসপ্লের প্রতিশ্রুতিও দিচ্ছে।

এই নতুন প্রিমিয়াম ট্যাবলেটটির রঙ এবং স্টোরেজ কনফিগারেশন ইতিমধ্যেই ফাঁস হয়েছে। Oppo Pad 4 Pro চারটি স্টোরেজ ভেরিয়েন্টেও পাওয়া যাবে, যার মধ্যে রয়েছে ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ, এবং ১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ। এটি তিনটি রঙের বিকল্পে আসবে, যথা মর্নিং লাইট, গ্যালাক্সি সিলভার ও স্পেস গ্রে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Oppo Pad 4 ট্যাবে বিশাল ১২,০০০ এমএএইচ ব্যাটারি থাকার কথা বলা হয়েছে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে। সফটওয়্যারের দিক থেকে, ট্যাবটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম নির্ভর অরিজিনওএস ৫ কাস্টম স্কিনে চলবে বলে আশা করা হচ্ছে। এছাড়া, সামনের দিকে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও পিছনে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা থাকার সম্ভাবনা। এটি Snapdragon 8 Elite প্রসেসর চালিত প্রথম ট্যাব হতে চলেছে।