চীনে আজ লঞ্চ হল নতুন গেমিং ট্যাবলেট Red Magic Gaming Tablet 3 Pro। সংস্থার দাবি, এটি ইন্ডাস্ট্রির প্রথম ছোট আকৃতির OLED গেমিং ট্যাবলেট। গেমারদের লক্ষ্য রেখে এই ট্যাবটি আনা হয়েছে। এতে পাওয়া যাবে ১৬৫ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ এলিট প্রসেসর, ৮২০০ এমএএইচ ব্যাটারি ও ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। আসুন Red Magic Gaming Tablet 3 Pro এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
রেড ম্যাজিক গেমিং ট্যাবলেট ৩ প্রো দুটি রঙে পাওয়া যাবে – ট্রান্সপারেন্ট ডার্ক নাইট এবং সিলভার উইং। এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩৯৯৯ ইউয়ান (প্রায় ৪৭,০০০ টাকা), ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৬৯৯ ইউয়ান (প্রায় ৫৫,০০০ টাকা) এবং ২৪ জিবি র্যাম + ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ৫৯৯৯ ইউয়ান (প্রায় ৭১,০০০ টাকা)।
এটি আপাতত চীনে লঞ্চ হয়েছে, তবে ট্যাবলেটটি আন্তর্জাতিক বাজারে কবে আসবে তা এখনও নিশ্চিত করা হয়নি।
রেড ম্যাজিক গেমিং ট্যাবলেট ৩ প্রো এর সামনে দেখা যাবে ৯.০৬ ইঞ্চি OLED ডিসপ্লে, যার স্ক্রিন-টু-বডি রেশিও ৯০.১%, ব্রাইটনেস ১৬০০ নিট এবং রিফ্রেশ রেট ১৬৫ হার্টজ। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ এলিট চিপসেট এবং Red Core R3 Pro কো-প্রসেসর ব্যবহার করা হয়েছে, কো প্রসেসর গেমিংয়ের ভিজ্যুয়াল ও ফ্রেম রেট অপ্টিমাইজ করার কাজ করবে। এই ট্যাবলেটে ICE 3.0 কুলিং সিস্টেম, লিকুইড মেটাল ও টার্বো ফ্যান দেওয়া হয়েছে, যা ডিভাইসকে গরম হতে দেবে না।
সফটওয়্যারের কথা বললে Red Magic Gaming Tablet 3 Pro চলবে রেড ম্যাজিক ওএস ১০.৫ কাস্টম স্কিনে। এতে কিউব গেম ইঞ্জিন-এর সাহায্যে ৩০টির বেশি গেমে ফ্রেম রেট ও তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যাবে। ফটোগ্রাফির জন্য এর সামনে ৯ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, আর পিছনে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা উপস্থিত
পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৮২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সংস্থার দাবি এই ব্যাটারি ২২ মিনিটে ৫০% চার্জ হয়।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.