গ্যাজেট

Xiaomi আনছে Redmi ব্র্যান্ডের প্রিমিয়াম ল্যাপটপ, থাকবে ইন্টেল কোর আল্ট্রা ৫ প্রসেসর

Published on:

Redmi book pro 2025 launch teased with intel core ultra 5 processor

শাওমি তাদের পরবর্তী প্রজন্মের রেডমি সাব-ব্র্যান্ড নোটবুক নিয়ে কাজ করছে। আজ এর একটি টিজার প্রকাশ করা হয়েছে। এটি নতুন Redmi Book Pro মডেল হবে। অর্থাৎ ব্র্যান্ডের এই হাই-এন্ড ল্যাপটপ লাইনআপের ২০২৫ ভ্যারিয়েন্ট বাজারে আসছে। টিজারে এর কিছু মূল স্পেসিফিকেশন শেয়ার করা হয়েছে। আসুন Redmi Book Pro 2025 ল্যাপটপ সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে দেখে নেওয়া যাক।

Redmi Book Pro 2025 এর ফিচার

গিজমোচীনার রিপোর্ট অনুযায়ী, শাওমির আসন্ন রেডমি বুক প্রো ২০২৫ মডেলে ইন্টেল কোর আল্ট্রা ৫ প্রসেসর ব্যবহার করা হবে। চীনের মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে শাওমির প্রোডাক্ট মার্কেটিং ডাইরেক্টর মা জিউহ এই তথ্য শেয়ার করেছেন। আবার টিজার থেকে জানা গেছে যে, রেডমি বুক প্রো ল্যাপটপে শাওমি পিসি ম্যানেজার প্রি-ইনস্টল করা থাকবে। ল্যাপটপটি ইন্টেল আর্ক ইন্টিগ্রেটেড গ্রাফিক্সের সাথে আসবে বলেও নিশ্চিত করা হয়েছে।

যদিও এখন পর্যন্ত এটা স্পষ্ট নয় যে ইন্টেল কোর আল্ট্রা ৫ প্রথম প্রজন্মের চিপসেট নাকি সিরিজ ২ এর অংশ হবে। তবে এটি সম্ভবত নতুন চিপসেট হবে। বর্তমানে, গ্রাফিক্স সেটিংস সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

মজার বিষয় হল, নতুন রেডমি বুক প্রো এর ওয়ালপেপারে Xiaomi SU7 ইলেকট্রিক গাড়ির ছবি দেখা গেছে, যা আগামী মাসের শুরুতে লঞ্চ হতে চলেছে। এর সাথে নতুন ল্যাপটপটিও বাজারে আসতে পারে। আর এর দাম ৫০ হাজার টাকার বেশি হবে।