Xiaomi নতুন বছরে একটি গেমিং ট্যাবলেট বাজারে আনবে বলে খবর সামনে আসছে। চাইনিজ টেক জায়ান্টটি তাদের Redmi ব্র্যান্ডের অধীনে ডিভাইসটি লঞ্চ করবে। সংস্থা আনূষ্ঠানিক ভাবে এখনও কিছু ঘোষণা না করলেও এক জনপ্রিয় টিপস্টারের ইঙ্গিত, রেডমির গেমিং ট্যাব হাই-পারফরম্যান্স অফার করবে। এতে Dimensity 9400+ প্রসেসর ব্যবহার করা হতে পারে।
মিডিয়াটেক গত বছরের অক্টোবরে ডাইমেনসিটি 9400 লঞ্চ করেছে এবং এই ফ্ল্যাগশিপ প্রসেসর স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেটের সরাসরি প্রতিদ্বন্দ্বী হিসেবে উপস্থিত হয়েছে। মিডিয়াটেক চিপটির আরও উন্নত সংস্করণ নিয়ে হাজির হতে চলেছে। যার নাম ডাইমেনসিটি 9400+ এবং রেডমির আপকামিং গেমিং ট্যাবটি উক্ত প্রসেসর যুক্ত প্রথম ডিভাইস হিসাবে আত্মপ্রকাশ করতে পারে।
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি, Xiaomi নতুন Dimensity 9400+ চালিত একটি ফোনের পাশাপাশি সেই গেমিং ট্যাবলেটটি রিলিজ করার প্রস্তুতি নিতে শুরু করেছে। অফিশিয়াল লঞ্চ হতে পারে 2025 সালের তৃতীয় ত্রৈমাসিকে। উল্লেখ্য, এই সময়ে Snapdragon 8 Elite Leading ভার্সন যুক্ত ফোন বাজারে চলে আসতে পারে।
জানা গিয়েছে, Redmi গেমিং ট্যাবলেটটি একটি 8.8 ইঞ্চি LCD স্ক্রিন সহ কমপ্যাক্ট ফর্ম ফ্যাক্টর অফার করবে। এটি আকারের দিক থেকে Lenovo Legion ট্যাবলেটের মতো একই ক্যাটেগরিতে পড়বে। সঙ্গে অতি পাতলা এবং হালকা মেটাল বডি থাকবে। গেমিং ট্যাব হওয়ার অর্থ ডিভাইসটি অন্তত 120 হার্টজ বা 144 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্টের সঙ্গে আসবে। এছাড়া, ট্যাবটির সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.