ভারতে আজ লঞ্চ হল Sony BRAVIA 5 সিরিজের চারটি টিভি। প্রিমিয়াম রেঞ্জে আসা মডেলগুলি ৫৫, ৬৫, ৭৫ এবং ৮৫ ইঞ্চি স্ক্রিন সাইজে পাওয়া যাবে। এর দাম শুরু হয়েছে প্রায় ১,৩৭,০০০ টাকা থেকে। Sony BRAVIA 5 সিরিজের টিভিগুলিতে পাওয়া যাবে ৪কে আল্ট্রা এইচডি ডিসপ্লে, কগনিটিভ প্রসেসর এক্সআর, ৪০ ওয়াট সাউন্ড আউটপুট ও AI ফিচার। আসুন নতুন এই টিভি সিরিজের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
সনি ব্র্যাভিয়া ৫ টিভি সিরিজের ৫৫ ইঞ্চি মডেলের দাম ১,৩৭,৭৪০ টাকা। আবার ৬৫ ইঞ্চি মডেল কিনতে খরচ হবে ১,৭৩,৮৪০ টাকা। এদিকে ৭৫ ইঞ্চি ও ৮৫ ইঞ্চি স্ক্রিন মডেলের মূল্য ধার্য করা হয়েছে যথাক্রমে ২,৮৪,৯৯০ টাকা ও ৪,১৭,৯৯০ টাকা।
সনি ব্র্যাভিয়া ৫ টিভি সিরিজের সব মডেলের সাথেই দু’বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে। আজ থেকেই সনি সেন্টার, বিভিন্ন ইলেকট্রনিক্স স্টোর এবং অনলাইন মার্কেট থেকে টিভিগুলি কেনা যাবে।
সনি ব্র্যাভিয়া ৫ টিভি সিরিজের প্রতিটি মডেলেই আছে ৪কে আল্ট্রা এইচডি (৩৮৪০ x ২১৬০ পিক্সেল) এলসিডি প্যানেল এবং Mini LED ব্যাকলাইটিং। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ছবির মান সুন্দর করতে এতে সনির কগনিটিভ প্রসেসর এক্সআর ব্যবহার করা হয়েছে।
এই টিভিগুলিতে XR Triluminos Pro টেকনোলজি উপস্থিত, যার মাধ্যমে রঙের পরিসর অনেকটাই বাড়বে। এর সাথে এক্সআর কনট্রাস্ট বুস্টার ১০, এক্সআর মোশন ক্ল্যারিটি, এক্সআর ক্লিয়ার ইমেজ সাপোর্ট করবে। গেমারদের জন্য মডেলগুলিতে গেম মেনু ২, অটো এইচডিআর টোন ম্যাপিং ভিআরার, এএলএলএম ইত্যাদি ফিচার রয়েছে।
এদিকে Sony BRAVIA 5 TV সিরিজে চারটি ১০ ওয়াট স্পিকার মিলিয়ে মোট ৪০ ওয়াট সাউন্ড আউটপুট পাওয়া যাবে। এতে ডলবি অডিও, ডলবি অ্যাটমস, ডিটিএস:এক্স -এর মতো প্রযুক্তির সঙ্গে পাওয়া যাবে অ্যাকুস্টিক সেন্টার সিঙ্ক ও ভয়েস জুম ৩ সাপোর্ট।
টিভিগুলি চলবে অ্যান্ড্রয়েড টিভি প্ল্যাটফর্মে এবং এগুলিতে গুগল টিভি ইন্টারফেস পাওয়া যাবে। থাকবে ইন-বিল্ট মাইক্রোফোন, ভয়েস রিমোট, Google Play Store অ্যাক্সেস। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে আছে ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.৩, চারটি এইচডিএমআই ২.১ পোর্ট, দুটি ইউএসবি, ক্রোমকাস্ট ইত্যাদির মতো ফিচার।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.