Thomson আজ ভারতে লঞ্চ করল তাদের নতুন Mini QD Mini LED টিভি সিরিজ, যেখানে রয়েছে ৬৪ ও ৭৫ ইঞ্চি স্ক্রিনের অপশন। টিভি দুটি প্রিমিয়াম রেঞ্জে এসেছে। এদের দাম শুরু হয়েছে প্রায় ৬০,০০০ টাকা থেকে। এই টিভিগুলিতে পাওয়া যাবে নেটফ্লিক্স সহ একাধিক প্রি-ইনস্টল অ্যাপ, গুগল টিভি ওএস, ১০৮ ওয়াট সাউন্ড সিস্টেম ও ডলবি ভিশন সাপোর্ট সহ আসা ডিসপ্লে।
কোম্পানির দাবি, শুধু বড় স্ক্রিন নয়, এই টিভিগুলোর অডিও-ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্সই আলাদা। 108 ওয়াটের শক্তিশালী সাউন্ড সিস্টেম আর দুইটি ইনবিল্ট সাবউফার — এমন কিছুর দাবি এর আগে ভারতে আর কোনো টিভি করেনি বলেই সংস্থার বক্তব্য। মানে, আলাদা করে সাউন্ডবার কেনার ঝামেলাও নেই।
থমসন মিনি কিউডি এলইডি টিভি সিরিজের ৬৫ ইঞ্চি মডেলের দাম রাখা হয়েছে ৬১,৯৯৯ টাকা, আর ৭৫ ইঞ্চি মডেলটি কিনতে খরচ করতে হবে ৯৫,৯৯৯ টাকা। আজ অর্থাৎ ১৭ জুলাই থেকে এগুলো Flipkart থেকে পাওয়া যাবে।
থমসন মিনি কিউডি এলইডি টিভি সিরিজে আছে ৪কে মিনি কিউডি প্যানেল, যার সঙ্গে ডলবি ভিশন ও এইচডিআর১০ সাপোর্ট করবে। এই ডিসপ্লে ১৫০০ নিটস পিক ব্রাইটনেস এবং ৫৪০টি লোকাল ডিমিং জোন অফার করবে। এতে বেজেললেস ডিজাইন দেখা যাবে। পারফরম্যান্স ও স্টোরেজের জন্য এগুলিতে ২ জিবি র্যাম ও ১৬ জিবি স্টোরেজ পাওয়া যাবে।
টিভি দুটি ১০৮ ওয়াট সাউন্ড আউটপুট দেবে, সঙ্গে পাওয়া যাবে ৬টি স্পিকার ও দুইটি সাবউফার। এগুলিতে ডলবি অ্যাটমস ও ডলবি ডিজিটাল প্লাস সাপোর্ট করায় সিনেমা, মিউজিক কিংবা স্পোর্টস, আলাদা আলাদা সাউন্ড প্রোফাইল সহ শোনা যাবে।
আর গুগল টিভি ওএস চালিত এই টিভি সিরিজে আছে ভয়েস-এনাবল রিমোট, যেখানে নেটফ্লিক্স, প্রাইম ভিডিও ও ইউটিউব-এর জন্য আলাদা শর্টকাট হট-কি। এগুলিতে রয়েছে ক্রোমকাস্ট ও অ্যাপল এয়ার প্লে এর সাপোর্ট।
টিভিগুলির কানেক্টিভিটি অপশনের মধ্যে আছে – ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.০, ৩টি এইচডিএমআই পোর্ট ও ২টি ইউএসবি পোর্ট।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.