গ্যাজেট

সবচেয়ে সস্তায় ট্রান্সপারেন্ট ডিজাইন সহ ইয়ারবাড লঞ্চ করল Truke, প্রথম সেলে ২০০ টাকা ছাড়

Published on:

Truke Buds echo launched in india price features

Truke ভারতের বাজারে নতুন ওয়্যারলেস ইয়ারবাড লঞ্চ করল। এর নাম Truke Buds Echo। এতে ২৪-বিট স্পেশাল অডিও সাপোর্ট করে। ইয়ারবাডটি ১৩ মিমি টাইটানিয়াম অডিও ড্রাইভার সহ এসেছে। ভারতীয় বাজারে এর বিক্রি চলতি মাস থেকে শুরু হবে। নতুন Truke Buds Echo অডিও ডিভাইসে ট্রান্সপারেন্ট কেস ডিজাইন দেখা যাবে। আসুন এর ফিচার ও দাম জেনে নেওয়া যাক।

Truke Buds Echo এর দাম ও সেলের তারিখ

ট্রুক বাডস ইকো ভারতীয় বাজারে ১,৪৯৯ টাকায় লঞ্চ হয়েছে, তবে শুরুতে এটি ১,২৯৯ টাকায় কেনা যাবে। এই অফারটি শুধুমাত্র ১৮ ফেব্রুয়ারি প্রথম সেলে পাওয়া যাবে। অ্যামাজন এবং ফ্লিপকার্টের পাশাপাশি কোম্পানির ওয়েবসাইট Truke.in থেকে কেনা যাবে ইয়ারবাডটি।

Truke Buds Echo এর ফিচার

ট্রুক দাবি করেছে যে তাদের নতুন বাডস ইকো ইয়ারবাডে ২৪-বিট লসলেস স্পেশাল অডিও ফিচার উপস্থিত, ফলে এটি অন্যান্য ১৬-বিট অডিও প্রোডাক্টগুলির তুলনায় আরও ভালো রেঞ্জ এবং দুর্দান্ত অডিও ট্রান্সপারেন্সি অফার করবে।

গান শোনা থেকে শুরু করে ভিডিও দেখা পর্যন্ত এই ইয়ারবাড দুর্দান্ত অডিও অভিজ্ঞতার প্রতিশ্রুতি দেয়। উপরন্তু, এতে গেমিং ও কলিংয়ের জন্য লো-ল্যাটেন্সি মোড উপস্থিত।