আপনি যদি দুর্দান্ত পারফরম্যান্সের নতুন ট্যাবলেট কিনতে চান এবং বাজেট 25,000 টাকার কম হয়, তবে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে আমরা এই রেঞ্জের সেরা কয়েকটি ট্যাবেলেটের সন্ধান দেবো। অনেকে বর্তমান সময়ে ল্যাপটপের পরিবর্তে প্রিমিয়াম ট্যাবলেটগুলি বেছে নিচ্ছে। কারণ কমপ্যাক্ট ট্যাবলেটগুলি অতি সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় বয়ে নিয়ে যাওয়া যায়। এই প্রতিবেদনে ওয়ানপ্লাস থেকে শাওমি-র প্রিমিয়াম ট্যাবলেটগুলি নিয়ে আলোচনা করা হলো।
Xiaomi Pad 6
শাওমি প্যাড 6 এর 8 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি অ্যামাজনে 23,999 টাকায় তালিকাভুক্ত আছে। আবার ব্যাঙ্ক কার্ড অফারে আরও 2,000 টাকা ছাড় পাওয়া যাবে। মিডরেঞ্জ এই ট্যাবলেটে রয়েছে 11 ইঞ্চি বড় ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 870 প্রসেসর, 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং 8840mAh ব্যাটারি।
OnePlus Pad Go
এই ওয়ানপ্লাস ট্যাবের 8 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ ভ্যখরিয়েন্ট অ্যামাজন থেকে 23,998 টাকায় কেনা যাবে। এছাড়াও ব্যাঙ্ক কার্ড ব্যবহারে 3,000 টাকার অতিরিক্ত ছাড় রয়েছে। স্পেসিফিকেশনের কথা বললে, এই ট্যাবে 11.35-ইঞ্চি ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও G99 প্রসেসর, 4G এলটিই কলিং সাপোর্ট এবং 33W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 8000mAh ব্যাটারি আছে।
Redmi Pad Pro
রেডমি প্যাড প্রো ট্যাব এর 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি অ্যামাজনে 24,999 টাকায় পাওয়া যাচ্ছে। আবার ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্টে অতিরিক্ত 2,000 টাকা ছাড় দেওয়া হচ্ছে। এই ট্যাবে 12.1-ইঞ্চি ডিসপ্লে এবং স্ন্যাপড্রাগন 7s জেন 2 প্রসেসর, 10000mAh ব্যাটারি পাওয়া যাবে।
মিডরেঞ্জ সেগমেন্টে স্যামসাং, অনার এবং লেনোভোর মতো ব্র্যান্ডের শক্তিশালী ট্যাবলেটও রয়েছে। এগুলিতে বড় ডিসপ্লের পাশাপাশি ভালো পারফরম্যান্সও পাওয়া যাবে।