শাওমি আজ ভারতে তাদের নতুন ট্যাব Xiaomi Pad 7 লঞ্চ করল। এর দাম শুরু হয়েছে 26,999 টাকা থেকে।ডিভাইসটির ডিজাইন নজরকাড়া। এই ট্যাবলেটের সাথে ম্যাগনেটিক কেস, স্টাইলাস পেন এবং কীবোর্ড সহ ফোলিও কেস পাওয়া যাবে। ফিচারের কথা বললে, Xiaomi Pad 7 ট্যাবলেটে 11.2 ইঞ্চি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 7+ Gen 3 প্রসেসর, 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও 8,850mAh ব্যাটারি পাওয়া যাবে। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Xiaomi Pad 7 এর দাম ও সেলের তারিখ
শাওমি প্যাড 7 এর 8 জিবি + 128 জিবি ভ্যারিয়েন্টের দাম 26,999 টাকা, 12 জিবি + 256 জিবি মডেলের দাম 29,999 টাকা এবং ন্যানোটেক টেক্সচার ডিসপ্লে সহ 12 জিবি + 256 জিবি ভ্যারিয়েন্টের দাম 31,999 টাকা। এই দামের মধ্যে 1,000 টাকার ব্যাঙ্ক অফার অন্তর্ভুক্ত রয়েছে। 13 জানুয়ারি থেকে এই প্যাডের বিক্রি শুরু হবে। ক্রেতারা অ্যামাজন, Mi.com এবং রিটেল স্টোর থেকে ডিভাইসটি কিনতে পারবেন। শাওমি প্যাড 7 গ্রাফাইট গ্রে, মিরেজ পার্পল এবং সেজ গ্রিন কালারে এসেছে।
ফোকাস কিবোর্ডের দাম: ব্যাকলিট কিবোর্ডের দাম 4,999 টাকা। ফেব্রুয়ারি থেকে এর বিক্রি শুরু হবে।
ফোকাস পেনের দাম: নতুন ফোকাস পেনের দাম 5,999 টাকা। 13 জানুয়ারি থেকে অ্যামাজন এবং রিটেইল চ্যানেল পার্টনারদের মাধ্যমে এর বিক্রি শুরু হবে।
The all-new #XiaomiPad7 is here to redefine what a tablet can do!
📍 Nano Texture Display for glare-free brilliance
📍 Powered by Snapdragon 7+ Gen 3 Mobile Platform for unstoppable performance
📍 Quad speakers with Dolby Vision® & Atmos® for immersive sound
📍 AI… pic.twitter.com/Hb1bd9Svpl— Xiaomi India (@XiaomiIndia) January 10, 2025
Xiaomi Pad 7 এর স্পেসিফিকেশন ও ফিচার
শাওমি প্যাড 7 এর সামনে 144Hz রিফ্রেশ রেট এবং HDR10 সাপোর্ট সহ 11.2-ইঞ্চি LCD 3K ডিসপ্লে আছে। এই ডিসপ্লে 800 নিট ব্রাইটনেস, অ্যান্টি গ্লেয়ার ও ডলবি ভিশন সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এই ট্যাবলেটে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7+ জেন 3 প্রসেসর এবং 12 জিবি পর্যন্ত র্যাম আছে। এই প্যাডটি অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক হাইপারওএস 2 কাস্টম স্কিনে চলবে।
ফটোগ্রাফির জন্য শাওমি প্যাড 7 ট্যাবে 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা আছে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। এতে বড় 8,850 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে এবং এই ব্যাটারি 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।