গ্যাজেট

৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ Xiaomi Pad 7S Pro লঞ্চ হল, রয়েছে ১০৬১০mAh ব্যাটারি

শাওমি আজ চীনে তাদের নতুন প্রিমিয়াম ট্যাবলেট মডেল হিসেবে Xiaomi Pad 7S Pro লঞ্চ করল। এটি মূলত Pad 7 Ultra এবং Pad 7/Pad 7 Pro-এর মাঝে অবস্থান করবে। আর এটি শাওমির নিজস্ব XRing O1 চিপসেট সহ আসা তৃতীয় ডিভাইস। নয়া এই ট্যাবে আছে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও ১০,৬১০ এমএএইচ ব্যাটারি। আসুন Xiaomi Pad 7S Pro এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Xiaomi Pad 7S Pro দাম ও লভ্যতা

শাওমি প্যাড ৭এস প্রো ট্যাবটি পাঁচটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩২৯৯ ইউয়ান (প্রায় ৩৮,৮০০ টাকা)। আর এর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ৩,৫৯৯ ইউয়ান (প্রায় ৪২,৩০০ টাকা)।

আবার ট্যাবটির ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ, ১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‌্যাম + ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৩,৮৯৯ ইউয়ান (প্রায় ৪৫,৮০০ টাকা), ৪,০৯৯ ইউয়ান (প্রায় ৪৮,২০০ টাকা) ও ৪,৪৯৯ ইউয়ান (প্রায় ৫২,৯০০ টাকা)।

শাওমি প্যাড ৭এস প্রো চারটি কালার অপশনে পাওয়া যাবে – ব্ল্যাক, টাইটেনিয়াম, পার্পেল ও ক্যামব্রেইন গ্রে। বর্তমানে ডিভাইসটি শুধুমাত্র চীনে Xiaomi-র অনলাইন ও অফলাইন চ্যানেল থেকে কেনা যাচ্ছে।

Xiaomi Pad 7S Pro এর স্পেসিফিকেশন ও ফিচার

শাওমি প্যাড ৭এস প্রো ট্যাবলেটের সামনে দেখা যাবে ১২.৫ ইঞ্চি LCD ডিসপ্লে, যার রেজোলিউশন ৩.২কে, রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ এবং অ্যাসপেক্ট রেশিও ৩:২। পারফরম্যান্সের জন্য এতে XRing O1 চিপসেট, ১৬ জিবি পর্যন্ত LPDDR5T র‌্যাম এবং ১ টিবি পর্যন্ত UFS 4.1 স্টোরেজ পাওয়া যাবে। এই ট্যাবে দেওয়া হয়েছে ১০,৬১০ এমএএইচ ব্যাটারি, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

শাওমির এই ডিভাইসে ডলবি অ্যাটমস সাপোর্ট সহ ছয়টি স্পিকার রয়েছে, সাথে পাওয়া যাবে চারটি মাইক্রোফোন। সিকিউরিটির জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হাইপারওএস ২ কাস্টম স্কিনে চলে।

ফটোগ্রাফির জন্য Xiaomi Pad 7S Pro ট্যাবে আছে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, আর সামনে পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এর অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ‘রিমোট কন্ট্রোল পিসি’, উইন্ডোজ/ম্যাকওএস থেকে ফাইল ট্রান্সফার, এমনকি WPS Office, CAJ Viewer, ZWCAD-এর মতো পিসি-গ্রেড সফটওয়্যারের সাপোর্ট।

এর সাথে অপশনাল অ্যাক্সেসরিজ হিসেবে ম্যাগনেটিক ফ্লোটিং কীবোর্ড পাওয়া যাবে, যার দাম ৯৯৯ ইউয়ান (প্রায় ১১,৫০০ টাকা)। আর স্টাইলাস কিনতে খরচ হবে মাত্র ২০০ ইউয়ান (প্রায় ২,৩০০ টাকা)।

Tech Gup Desk

Recent Posts

BSNL, Jio ও Airtel এর সেরা কলিং ও ডেটা প্ল্যান, 180 দিনের ভ্যালিডিটি সহ রয়েছে দুর্দান্ত সুবিধা

অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…

14 hours ago

iQOO 15 ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ ভারতে আসছে, লঞ্চের তারিখ ঘোষণা করা হল

অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…

14 hours ago

মাত্র 6799 টাকায় Samsung Galaxy M07 স্মার্টফোন, রয়েছে দারুণ ক্যামেরা ও 90Hz ডিসপ্লে

উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…

14 hours ago

300 টাকার কমে Airtel এর সেরা সাত রিচার্জ প্ল্যান, আনলিমিটেড কল সহ ডেটা ও অনেক কিছু

Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…

1 day ago

OnePlus 15 আগামীকাল লঞ্চ হচ্ছে, তিনটি 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ আর কি থাকবে

OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…

1 day ago

Lava Shark 2 মাত্র 6799 টাকায় 50 মেগাপিক্সেল ক্যামেরা ও 5000mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল

Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…

2 days ago

This website uses cookies.