গাইড

কখন কোথায় কি করছেন জেনে যাচ্ছে আপনার ফোন থেকে গুগল, লোকেশন ট্র্যাকিং কীভাবে বন্ধ করবেন

Published on:

How to Stop Android iOS Smartphone App Google from Tracking Your Location

আজকের ডিজিটাল যুগে আমাদের প্রতিটি কার্যকলাপ অনলাইনে সংরক্ষিত থাকছে। কোথায় কখন কি করছি সব কিছুর খবর রাখছে Google এর মতো সংস্থাগুলি। টেক জায়ান্টগুলি ব্যক্তিগত অভিজ্ঞতা উন্নত করতে আমাদের লোকেশনও ট্র্যাক করছে। তবে এভাবে ব্যক্তিগত তথ্য বাইরে চলে যাওয়ার অর্থ নিজেদের গোপনীয়তা‌ নষ্ট হওয়া। তবে আপনি চাইলে সহজেই আপনার লোকেশন ট্র্যাকিং বন্ধ করতে পারেন। আসুন জেনে নেওয়া যাক কীভাবে লোকেশন ট্র্যাকিং বন্ধ করবেন।

Google এর লোকেশন ট্র্যাকিং কীভাবে বন্ধ করবেন

লোকেশন হিস্ট্রি বন্ধ করুন – গুগল আপনার লোকেশন হিস্ট্রি সেভ করে রাখে, যাতে আপনার চলাচল ট্র্যাক করা যায়।

WhatsApp Community Join Now

ধাপ 1: আপনার গুগল অ্যাকাউন্টে লগ ইন করুন।
ধাপ 2: গুগল অ্যাকাউন্ট সেটিংসে যান।
ধাপ 3: “Data & Privacy” বিভাগে যান।
ধাপ 4: এবার “Location History” অপশনে ক্লিক করে বন্ধ করে দিন।

Web & App Activity বন্ধ করুন

গুগল আপনার ওয়েব এবং অ্যাপ্লিকেশন ক্রিয়াকলাপের মাধ্যমে লোকেশন সেভ রাখে।

ধাপ 1: গুগল অ্যাকাউন্ট সেটিংস খুলুন।
ধাপ 2: “Data & Privacy” বিভাগে যান।
ধাপ ৩: “Web & App Activity” বন্ধ করুন।

ডিভাইসের লোকেশন বন্ধ করুন

আপনার স্মার্টফোনের লোকেশন সেটিংস বন্ধ করে রাখলে গুগল আপনার লোকেশন ট্র্যাক করা করতে পারবে না।

অ্যান্ড্রয়েডের জন্য:

সেটিংস > লোকেশন > এটি বন্ধ করুন।

আইওএসের জন্য:

সেটিংস > প্রাইভেসি > লোকেশন সার্ভিস > এটি বন্ধ করুন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন