গাইড

5G Smartphones Buying: নতুন ৫জি ফোন কেনার সময় অবশ্যই মাথায় রাখুন এই ৭ বিষয়

Published on:

New 5g Smartphones buying tips

ভারতের শীর্ষ দুই টেলিকম অপারেটর 5G পরিষেবা দিচ্ছে। তবে নতুন প্রজন্মের এই নেটওয়ার্ক তারাই ব্যবহার করতে পারবেন যাদের কাছে 5G স্মার্টফোন রয়েছে। এমত পরিস্থিতিতে আপনি যদি নতুন 5G স্মার্টফোন কিনতে চান তাহলে কয়েকটি বিষয় মাথায় রাখা খুব গুরুত্বপূর্ণ। এরকম সাতটি পয়েন্ট আমরা এই প্রতিবেদনে আলোচনা করতে চলেছি।

প্রসেসর দেখে নেবেন

প্রতিটি ৫জি প্রসেসর একই নয়। শুধু ৫জি চিপযুক্ত স্মার্টফোন কিনলে দ্রুত ইন্টারনেট স্পিড পাওয়া যাবে না। আপনার এমন একটি ফোন কেনা উচিত যেখানে ব্যবহৃত প্রসেসর এমএমওয়েভ এবং সাব -৬ গিগাহার্টজ উভয়ই সাপোর্ট করে।

WhatsApp Community Join Now

৫জি ব্যান্ড গুরুত্বপূর্ণ

ফোনে ৫জি ব্যান্ডের সংখ্যা দেখে নিন। আপনার নতুন ফোনে কতগুলি ৫জি ব্যান্ড সাপোর্ট করে সেটা গুরুত্বপূর্ণ। কমপক্ষে ১১টি ব্যান্ডের সাপোর্ট থাকা উচিত। কারণ কম ব্যান্ড থাকার কারণে আপনার ফোনে সমস্ত সংস্থার ৫জি নেটওয়ার্ক সাপোর্ট না করতেও পারে।

লেটেস্ট ৫জি মডেল কিনুন

আপনি যদি নতুন ৫জি ফোন কিনতে চান তাহলে লেটেস্ট মডেল বেছে নেওয়া ভালো। কারণ এটি কেবল নতুন চিপসেট অফার করবে না, তার সাথে দীর্ঘ সময় ধরে সফ্টওয়্যার আপডেটও প্রদান করবে।

ব্যাটারি

বেশি ক্যাপাসিটির ব্যাটারি থাকাও জরুরি। মনে রাখবেন দীর্ঘক্ষণ ৫জি নেটওয়ার্ক ব্যবহার করলে ফোনের ব্যাটারি দ্রুত ফুরিয়ে যেতে পারে। এক্ষেত্রে, আপনি যদি শক্তিশালী ব্যাটারির ফোন বেছে নেন তাহলে আপনাকে বারবার ডিভাইস চার্জ করার করতে হবে না। অন্ততপক্ষে ৫০০০ এমএএইচ ব্যাটারির হ্যান্ডসেট কিনুন।

বাজেটের মধ্যে সেরা ডিভাইস বেছে নিন

এমন নয় যে ভালো ৫জি ফোন কিনতে আপনাকে অনেক টাকা খরচ করতে হবে। জনপ্রিয় ব্র্যান্ডগুলি ১৫,০০০ টাকারও কমে ৫জি স্মার্টফোন এনেছে।

নিয়মিত আপডেট আসবে এমন ৫জি ফোন বেছে নিন

জনপ্রিয় ব্র্যান্ডগুলির মধ্যে থেকে স্মার্টফোন বেছে নেওয়া উচিত। কারণ পরিচিত ব্র্যান্ডগুলি দীর্ঘ সময় ধরে আপডেট দিয়ে থাকে। এক্ষেত্রে অনেকটাই পিছিয়ে নতুন ব্র্যান্ডগুলি। নতুন আপডেটের মাধ্যমে ফোন আরও দুর্দান্ত পারফরম্যান্স দেয়।

অন্যান্য ফিচার

অন্যান্য ফিচারগুলিকেও অগ্রাধিকার দিন। ফোন কেনার সময় ৫জি যেন মূল ফিচার না হয়। অন্যান্য ফিচারগুলিকেও বিবেচনা করা উচিত। আপনার গেমিং ফোন দরকার নাকি দুর্দান্ত ক্যামেরা স্মার্টফোন প্রয়োজন তা সিদ্ধান্ত নিন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন