অনেক ব্যবহারকারীই অভিযোগ করেন, ক্যামেরা ব্যবহার করলে বা গেম খেলবে অথবা দীর্ঘক্ষণ ঘাঁটাঘাঁটি করলে তাদের ফোন গরম হয়ে যায়। আবার কিছু স্মার্টফোন চার্জে বসানোর কিছু পরেই অতিরিক্ত গরম হতে শুরু করে। যদি আপনার ডিভাইসও গরম হতে শুরু করে, তাহলে আপনাকে এই 10 টি টিপস মেনে চলা উচিত।
ফোন গরম হওয়ার সমস্যা কীভাবে ঠিক করবেন
ব্রাইটনেস কম রাখুন
বেশি উজ্জ্বলতা দ্রুত ব্যাটারি শেষ করে, যার ফলে ফোন গরম হয়ে যেতে পারে। বাড়ির ভিতরে থাকাকালীন ডিসপ্লের ব্রাইটনেস কমিয়ে রাখার চেষ্টা করুন।
ফ্লাইট মোড অন করুন
অনেক অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলতে চলতে মোবাইল ডেটা বা অন্যান্য নেটওয়ার্ক ব্যবহার করে, যার ফলে ফোন গরম হয়ে যেতে পারে। কিছু সময়ের জন্য ফ্লাইট মোড অন করলে ফোনের তাপমাত্রা স্বাভাবিক হয়ে যাবে।
ফোন কিছুক্ষণের জন্য বন্ধ করে রাখুন
আপনি যদি দীর্ঘক্ষণ ক্যামেরা ব্যবহার করে থাকেন বা গেম খেলে থাকেন, তাহলে কয়েক মিনিটের জন্য ফোনটি বন্ধ করে রাখুন। আর চার্জ দেওয়ার সময় ফোন ব্যবহার করবেন না, কারণ এর ফলে ফোন খুব গরম হয়ে যেতে পারে।
হাই-পারফরম্যান্স বা গেমিং মোড বন্ধ করুন
এই জাতীয় মোডগুলি উচ্চ তাপমাত্রা এবং ব্যাটারি অপচয় করে। গেমিংয়ের সময় ফোন গরম হলে গেমিং মোড বন্ধ রাখুন। এছাড়াও গেমের গ্রাফিক্সের কোয়ালিটি ও ফ্রেম রেট কমিয়ে হিটিং কমাতে পারেন।
সরাসরি সূর্যের আলো থেকে দূরে রাখুন
রোদে ফোন খুব বেশি ব্যবহার করবেন না। সরাসরি সূর্যের আলোর কারণে ফোন দ্রুত গরম হয়ে যায়।
ইন্টারনেট ও ব্লুটুথ বন্ধ রাখুন
আপনার যদি প্রয়োজন না হয় তবে ইন্টারনেট কানেক্টিভিটি, হটস্পট বা ব্লুটুথ বন্ধ রাখুন। এতে ফোন অতিরিক্ত গরম হওয়ার সম্ভাবনা কমে যাবে।
কভার খুলে রাখুন
কভার লাগিয়ে ফোন চার্জে বসাবেন না। এমনকি চার্জ দেওয়ার সময়, ফোন টেবিলের মতো শক্ত কিছুর উপরে রাখুন। সোফা বা বিছানার মতো জায়গায় রাখবেন না।
সারারাত মোবাইল চার্জে দেবেন না
কেউ কেউ ঘুমানোর আগে মোবাইল চার্জে বসিয়ে রাখেন। দীর্ঘক্ষণ একটানা চার্জ দেওয়ার কারণেও ফোন গরম হয়ে যেতে পারে।
কেবলমাত্র আসল চার্জার ব্যবহার করুন
সর্বদা ফোনের সাথে পাওয়া আসল চার্জার ব্যবহার করুন। খারাপ বা নকল চার্জার ব্যবহারের কারণে ফোন গরম হয়ে যায়।
অ্যাপ আপডেট রাখুন
আপনি যে অ্যাপগুলি ব্যবহার করেন সেগুলি আপডেট রাখুন। এরফলে আপনার ফোনের কর্মক্ষমতা উন্নত হওয়ার পাশাপাশি ব্যাটারি দ্রুত ক্ষয় হবে না।