তিন বছর আগে এসেছিল Redmi Pad, এবার এর উত্তরসূরি নিয়ে আসছে শাওমি। কোম্পানির তরফে জানানো হয়েছে Redmi Pad 2 আগামী ৫ জুন লঞ্চ করা হবে। ট্যাবলেটের টিজারে শাওমি ‘বিল্ট ফর মোর’ ট্যাগলাইন ব্যবহার করেছে। অর্থাৎ এটি বড় স্ক্রিন ও শক্তিশালী ব্যাটারির সাথে বাজারে আসবে বলে আমাদের ধারণা।
এছাড়া Redmi Pad 2 যে মাল্টিমিডিয়া ব্যবহারে বেশ কার্যকর হবে, সেটিও টিজারে স্পষ্ট। শাওমি জানিয়েছে, এটি হবে লাইটওয়েট এবং ল্যাপটপের তুলনায় বেশ কমপ্যাক্ট। এতে স্টাইলাস পেনের সাপোর্টও থাকবে।
গ্লোবাল টিজারে দেখা গেছে, Redmi Pad 2 আসছে দুটি কালার অপশনে, আর এতে থাকবে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৩.৫মিমি হেডফোন জ্যাক। এর একটি ৪জি মডেল বাজারে আসবে। আবার Wi-Fi ভার্সন মিন্ট গ্রিন ও গ্রে-র পাশাপাশি অতিরিক্ত ভায়োলেট কালার অপশনে পাওয়া যাবে।
কয়েকদিন আগে ইউরোপের এক অনলাইন সাইটে রেডমি প্যাড ২ ট্যাবলেটকে খুঁজে পাওয়া যায়। জানা গেছে এতে থাকবে ১১ ইঞ্চি ২.৫কে ডিসপ্লে, ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ৬০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস। প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও জি১০০ আল্ট্রা। এটি ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, চারটি স্পিকার এবং ৯০০০ এমএএইচ ব্যাটারি অফার করবে, যা ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট করবে।
ইউরোপে রেডমি প্যাড ২ এর ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত Wi-Fi মডেলের দাম রাখা হবে ১৯৯ ইউরো (প্রায় ১৯,৪০০ টাকা)। আর ৪জি ভার্সনের ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের দাম ২৯৯ ইউরো (প্রায় ২২,৩০০ টাকা) থাকবে।
ভারতে এটি পাওয়া যাবে Amazon.in, Flipkart, mi.com এবং অফলাইন স্টোর থেকে। তবে এদেশে ট্যাবটির বিক্রি কবে শুরু হবে তা এখনও নিশ্চিত করা হয়নি।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.