যত দিন যাচ্ছে স্মার্টফোনের ব্যবহার তত বাড়ছে। পড়াশোনা থেকে শুরু করে বিনোদন ও ফটোগ্রাফি, স্মার্টফোনের প্রয়োজনীয়তা সর্বত্র অনুভূত হচ্ছে। এই কারণে এখন মানুষের কাছে একের অধিক ফোন থাকছে। আপনি যদি নতুন বছরে একটি নতুন ফোন কেনার পরিকল্পনা করে থাকেন তবে কয়েকটি বিষয় মাথায় রাখা উচিত। তাড়াহুড়ো করে ভুল স্মার্টফোন বেছে নেওয়া উচিত নয়। আমরা এই প্রতিবেদনে কয়েকটি বিষয়ে আলোচনা করবো যেগুলি মাথায় রাখলে আপনি সেরা স্মার্টফোন কিনতে পারবেন।
প্রথমেই আপনার বাজেট ঠিক করুন
হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার বাজেট কত তা নির্ধারণ করা। ফোনের দাম কয়েক হাজার টাকা থেকে শুরু করে লাখ টাকারও বেশি হতে পারে। কিন্তু নিজের প্রয়োজন ও পকেটের দিকে খেয়াল রেখে আগে থেকেই বাজেট ঠিক করে রাখুন। এরপর বাজেটের মধ্যে উপস্থিত ডিভাইসগুলির মধ্যে তুলনা করুন।
লেটেস্ট অপারেটিং সিস্টেম আবশ্যক
আপনি অ্যান্ড্রয়েড ফোন বা আইফোন যেটাই নিন না কেন, লেটেস্ট ফিচারের সুবিধা তখনই পাবেন যখন এতে লেটেস্ট সফটওয়্যার ভার্সন থাকবে। ইতিমধ্যেই অ্যান্ড্রয়েড 15 বাজারে চলে এসেছে এবং এই মুহূর্তে গুগল অ্যান্ড্রয়েড 16 এর উপর কাজ করেছে। এমন পরিস্থিতিতে, যদি আপনার নতুন ফোনটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলে তাহলেও সমস্যা নেই। কিন্তু জেনে নেবেন এতে কতগুলি সফ্টওয়্যার আপডেট আসবে।
প্রসেসর এবং পারফরম্যান্স দেখুন
প্রসেসর হলো স্মার্টফোনের ‘মস্তিষ্ক’ এবং এর মাধ্যমে ডিভাইসের স্পিড ও কর্মক্ষমতা নির্ধারণ হয়। স্ন্যাপড্রাগন, মিডিয়াটেক এবং অ্যাপলের এ-সিরিজের চিপ ভালো পারফরম্যান্স দেয়। আপনি যদি ব্যাপকভাবে ফোন ব্যবহার করেন, অর্থাৎ গেমিং বা ভিডিও এডিটিংয়ের কাজে স্মার্টফোন ব্যবহার করেন তাহলে শক্তিশালী বা ফ্ল্যাগশিপ প্রসেসরযুক্ত ডিভাইস বেছে নিন।