মোবাইল

Redmi Note 13 থেকে Realme 12 5G, ১৫ হাজার টাকার মধ্যে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার সেরা ১০ স্মার্টফোন

আপনি যদি সাশ্রয়ী মূল্যে দুর্দান্ত ক্যামেরার সেরা ফোন কিনতে চান তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে আমরা ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার ১০টি দুর্দান্ত স্মার্টফোন সম্পর্কে বলবো। এই স্মার্টফোনগুলির দাম ১৫,০০০ টাকার কম। এই ফোনগুলিতে আছে অসাধারন ক্যামেরা সহ ভালো ডিসপ্লে, পাওয়ারফুল প্রসেসর এবং শক্তিশালী ব্যাটারি। আমরা যে ডিভাইসগুলির কথা বলবো সেগুলি Tecno, Infinix, Motorola এবং Poco ব্র্যান্ডের।

১৫ হাজার টাকার মধ্যে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ফোন

Motorola G60

১৫ হাজার টাকার কমের এই ফোনে রয়েছে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। এছাড়া এর পিছনে ৮ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেল ক্যামেরা উপস্থিত। সেলফির জন্য এতে পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ফোনে ৬.৭৮ ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৭৩২জি চিপসেট ব্যবহার করা হয়েছে।

Infinix Note 40X 5G

ইনফিনিক্স নোট ৪০এক্স ৫জি এর ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট ১৩ হাজার টাকার কম দামে পাওয়া যাচ্ছে। এতে রয়েছে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ২ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স এবং একটি এআই লেন্স। এর সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেল। Infinix এই ফোনে ৬.৭৮ ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে আছে। এতে ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Tecno POVA 6 NEO 5G

১৩,৯৯৯ টাকা দামের এই ফোনে ১০৮ মেগাপিক্সেল এআই ক্যামেরা পাওয়া যাবে। সেলফির জন্য দেওয়া হয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পারফরম্যান্সের জন্য ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর আছে। সঙ্গে থাকছে ৬.৬৭ ইঞ্চি ডিসপ্লে। এর ব্যাটারি ক্যাপাসিটি ৫০০০ এমএএইচ যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Redmi 13 5G

ফটোগ্রাফির জন্য এই রেডমি ফোনে এলইডি ফ্ল্যাশ সহ ১০৮-মেগাপিক্সেল প্রো-গ্রেড ক্যামেরা আছে। সেলফির জন্য রয়েছে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এটি ৮ জিবি পর্যন্ত র‌্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সহ পাওয়া যাবে। এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট বড় ডিসপ্লে পাওয়া যাবে, যার সুরক্ষার জন্য গরিলা গ্লাস ৩ রয়েছে। ডিভাইসটি ৫০৩০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

POCO X6 Neo 5G

এই পোকো ডিভাইসের ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ফ্লিপকার্টে ১৩,৮৬১ টাকা। এতে আছে এলইডি ফ্ল্যাশসহ ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সেলফি ক্যামেরাটি ১৬ মেগাপিক্সেল। এতে ৬.৬৭ ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি ডাইমেনসিটি ৬০৮০ চিপসেট দ্বারা চালিত। এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

POCO M6 Plus 5G

পোকো এম৬ প্লাস ৫জি এর ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা। এর প্রাইমারি ক্যামেরা ১০৮ মেগাপিক্সেল। সামনে পাবেন ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৪ জেন চিপসেট। এতে ৫০৩০ এমএএইচ ব্যাটারি রয়েছে।

Redmi Note 13 5G

ফ্লিপকার্টে রেডমি নোট ১৩ ৫জি এর ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৪৯৯ টাকা। এই ডিভাইসে দেওয়া হয়েছে ১০৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। এর ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। কোম্পানি এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি দিচ্ছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Realme 12 5G

১৫ হাজার টাকার কম দামের এই রিয়েলমি স্মার্টফোনে রয়েছে ১০৮ মেগাপিক্সেল ৩এক্স জুম পোর্ট্রেট ক্যামেরা। এর সেলফি ক্যামেরার রেজোলিউশন ৮ মেগাপিক্সেল। এই ডিভাইসে ৬.৭২ ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে যার রেজোলিউশন ফুল এইচডি প্লাস। প্রসেসরের কথা বলতে গেলে, এতে ব্যবহার করা হয়েছে ডাইমেনসিটি ৬১০০+।

Redmi Note 11S

১১ হাজার টাকা দামের এই রেডমি ফোনে ১০৮ মেগাপিক্সেল এআই কোয়াড ক্যামেরা সেটআপ বর্তমান। এর সেলফি ক্যামেরা ১৬ মেগাপিক্সেল। এই ফোনে হেলিও জি৯৬ প্রসেসর দেওয়া হয়েছে। পাশাপাশি ৫০০০ এমএএইচ ব্যাটারি আছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

itel S24

ফ্লিপকার্টে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার এই ফোনের দাম ১২,৯৯০ টাকা। এতে আছে ৬.৬ ইঞ্চি HD+ ডিসপ্লে, ৫০০০ এমএএইচ ব্যাটারি‌। ডিভাইসটি ভার্চুয়াল র‌্যাম সহ মোট ১৬ পর্যন্ত র‌্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সহ পাওয়া যাবে।

Suvrodeep Chakraborty

একটি প্রথম সারির বাংলা পোর্টালে কনটেন্ট লেখক হিসাবে কর্মজীবন শুরু শুভ্রদীপের। পরবর্তীতে এই সময় ডিজিটালে প্রযুক্তি ও অটোমোবাইল সম্পর্কিত প্রতিবেদন চুটিয়ে লিখেছেন। Tech Gup এও নিজের সুন্দর লেখনির মাধ্যমের পাঠকদের মন জয়ে প্রস্তুত তিনি।

Recent Posts

BSNL, Jio ও Airtel এর সেরা কলিং ও ডেটা প্ল্যান, 180 দিনের ভ্যালিডিটি সহ রয়েছে দুর্দান্ত সুবিধা

অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…

13 hours ago

iQOO 15 ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ ভারতে আসছে, লঞ্চের তারিখ ঘোষণা করা হল

অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…

13 hours ago

মাত্র 6799 টাকায় Samsung Galaxy M07 স্মার্টফোন, রয়েছে দারুণ ক্যামেরা ও 90Hz ডিসপ্লে

উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…

14 hours ago

300 টাকার কমে Airtel এর সেরা সাত রিচার্জ প্ল্যান, আনলিমিটেড কল সহ ডেটা ও অনেক কিছু

Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…

1 day ago

OnePlus 15 আগামীকাল লঞ্চ হচ্ছে, তিনটি 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ আর কি থাকবে

OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…

1 day ago

Lava Shark 2 মাত্র 6799 টাকায় 50 মেগাপিক্সেল ক্যামেরা ও 5000mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল

Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…

2 days ago

This website uses cookies.