আজই একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, সমস্যাং আগামী বছরে 500 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সরের স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। তবে আপনার যদি এখনই দুর্দান্ত ক্যামেরার কোনো ফোন দরকার হয় তাহলেও বিকল্পের অভাব নেই। এই মুহূর্তে 200 মেগাপিক্সেল ক্যামেরার একাধিক ডিভাইস বাজারে উপস্থিত আছে। এই প্রতিবেদনে আমরা স্মার্টফোনগুলির নাম বলবো।
200 মেগাপিক্সেল ক্যামেরা স্মার্টফোন
Redmi Note 13 Pro 5G
রেডমি নোট 13 প্রো 5G ফোনে ওআইএস সহ 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা আছে। সেলফির জন্য এতে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। ফ্লিপকার্টে স্মার্টফোনটির 8 জিবি + 128 জিবি ভ্যারিয়েন্টের দাম 19,999 টাকা।
Samsung Galaxy S23 Ultra 5G
স্যামসাং গ্যালাক্সি S23 আল্ট্রা 5G ফোনে আছে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সেলফির জন্য রয়েছে 12-মেগাপিক্সেল লেন্স। ফ্লিপকার্টে এর 12 জিবি + 256 জিবি ভ্যারিয়েন্টের দাম 76,566 টাকা।
Infinix Zero Ultra 5G
Infinix-এর এই স্মার্টফোনে রয়েছে 200 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা। এর সামনে 32-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উপলব্ধ। ফ্লিপকার্টে ফোনটির 8 জিবি + 256 জিবি ভ্যারিয়েন্টের দাম 34,990 টাকা।
Redmi Note 13 Pro+ 5G
রেডমি নোট 13 প্রো প্লাস 5G ফোনে ওআইএস সহ 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। ডিভাইসটি 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সহ এসেছে। ফ্লিপকার্টে এর 8 জিবি +256 জিবি ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 22,496 টাকা।
Realme 11 Pro+ 5G
এই রিয়েলমি ফোনে ওআইএস সহ 200 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। সেলফির জন্য পাওয়া যাবে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফ্লিপকার্টে এর 8 জিবি + 256 জিবি ভ্যারিয়েন্টের দাম 28,990 টাকা।