৩৯ হাজার টাকা দাম কমলো ২০০ মেগাপিক্সেল ক্যামেরার Samsung Galaxy S24 Ultra 5G

আপনি যদি কিছুটা কম দামে প্রিমিয়াম স্মার্টফোন কিনতে চান তাহলে Samsung Galaxy S24 Ultra 5G বেছে নিতে পারেন। এটি একবছরের পুরানো হলেও এতে আধুনিক ডিজাইন সহ লেটেস্ট ফিচার পাওয়া যাবে। আর ডিভাইসটি এখন অনেক কম দামে কেনা যাচ্ছে। ই-কমার্স সাইট অ্যামাজন এই ফোনের উপর বাম্পার ছাড় দিচ্ছে। যারপর এটি ১ লাখ টাকার কমে বাড়ি নিয়ে আসা যাবে।

Samsung Galaxy S24 Ultra 5G এর দাম ও অফার

অ্যামাজনে স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা ৫জি পাওয়া যাচ্ছে বিশাল ছাড়ে। এর ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম ১,৩৪,৯৯৯ টাকা। তবে বর্তমানে এর সাথে ৩২% ছাড় দেওয়া হচ্ছে, যারপর এটি মাত্র ৯১,৭২৯ টাকায় কেনা যাবে। সঙ্গে থাকছে ৪৫০০ টাকার ক্যাশব্যাক ও ৫২,২০০ টাকার এক্সচেঞ্জ অফার।

যদি আপনার পুরানো ফোনের অবস্থা ভালো থাকে এবং সম্পূর্ণ এক্সচেঞ্জ ভ্যালু পেয়ে যান, তাহলে স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা ৫জি কিনতে পারবেন মাত্র ৩৯,৫২৯ টাকায়!

Samsung Galaxy S24 Ultra 5G এর স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা ৫জি ফোনে টাইটেনিয়াম ফ্রেম ও গ্লাস ব্যাক প্যানেল সহ ৬.৮ ইঞ্চির Dynamic LTPO AMOLED ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ডিসপ্লের সুরক্ষার জন্য এতে কর্নিং গরিলা গ্লাস আর্মার ব্যবহার করা হয়েছে।

পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর। ফটোগ্রাফির জন্য ডিভাইসে আছে ২০০+১০+৫০+১২ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে দেওয়া হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।