মোবাইল

৬৪ মেগাপিক্সেল ক্যামেরা সহ ৬০০০mAh ব্যাটারি, ১৫ হাজার টাকার কমে Realme, Samsung ফোন

Published on:

64mp camera 6000mah battery 5G smartphones under 15000 in Amazon sale

সুমন পাত্র, কলকাতা: অ্যামাজনে ইলেকট্রনিক্স প্রিমিয়ার লীগ সেল শুরু হয়েছে, যেখানে একাধিক স্মার্টফোন বিশাল ডিসকাউন্টের সাথে পাওয়া যাচ্ছে। তাই এই মুহূর্তে আপনি যদি নতুন ফোন কিনতে চান, তাহলে এই সেলের অফার কাজে লাগাতে পারেন। এখানে আমরা আপনাকে পাঁচটি এমন 5G ফোনের সম্পর্কে বলবো, যেগুলি সেলে অফারের পর ১৫ হাজার টাকার কমে কেনা যাবে।

অ্যামাজন সেলে ১৫ হাজার টাকার কমে সেরা স্মার্টফোন

Samsung Galaxy M35 5G

স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট সেলে ১৩,৯৯৯ টাকায় পাওয়া যাবে। এতে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেটের AMOLED ডিসপ্লে আছে। ডিভাইসটি ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সহ এসেছে।

Realme NARZO 70 Turbo 5G

সেলে রিয়েলমি নারজো ৭০ টার্বো ৫জি ফোনের ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ১৩,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এতে ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। হ্যান্ডসেটটি ৭.৬ এমএম পুরু। এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে রয়েছে। স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা উপস্থিত।

Samsung Galaxy M16 5G

অ্যামাজনে এই ডিভাইসের ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ১৩,৯৯৯ টাকার তালিকাভুক্ত আছে। তবে এর সাথে কুপন ডিসকাউন্ট এবং ব্যাঙ্ক অফার দেওয়া হচ্ছে। এই স্মার্টফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে পাওয়া যাবে। এই হ্যান্ডসেটে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা দেওয়া হচ্ছে।

POCO M7 Pro 5G

অ্যামাজনে এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৯৯০ টাকা। ব্যাঙ্ক অফারের সুবিধা নিয়ে দাম আরও কমানো যেতে পারে। এতে ৫১১০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এতে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে।

Lava Blaze Curve 5G

অ্যামাজনে ফোনটির ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ১৪,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে, কিন্তু ব্যাঙ্ক অফারের সুবিধা নিয়ে এটি আরও কম দামে কেনা যেতে পারে। পারফরম্যান্সের জন্য এতে ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটের কার্ভড অ্যামোলেড ডিসপ্লে সহ এসেছে। এই হ্যান্ডসেটে ৬৪ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা ও ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।