কম দামে ১২ জিবি র‌্যাম ও ট্রিপল রিয়ার ক্যামেরা সহ লঞ্চ হল Acer Super ZX Pro, রয়েছে সনি সেন্সর

ভারতে লঞ্চ হল Acer Super ZX Pro স্মার্টফোন। এর দাম রাখা হয়েছে ২০ হাজার টাকার কম। এতে পাওয়া যাবে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলবে। এছাড়া ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ প্রসেসর ও ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ এসেছে। আসুন Acer Super ZX Pro এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Acer Super ZX Pro এর ভারতে দাম

এসার সুপার জেডএক্স প্রো এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৭,৯৯০ টাকা। আগামী ২৫ এপ্রিল অ্যামাজন থেকে ফোনটির সেল শুরু হবে।

Acer Super ZX Pro এর স্পেসিফিকেশন ও ফিচার

এসার সুপার জেডএক্স প্রো স্মার্টফোনের সামনে দেখা যাবে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ১০০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এই ডিভাইসে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই ফোনটি ১২ জিবি পর্যন্ত র‌্যাম ও ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে বলে এসার নিশ্চিত করেছে। এটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলে।

ক্যামেরার কথা বললে, Acer Super ZX Pro হ্যান্ডসেটে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ওআইএস সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল LYTIA IMX882 প্রাইমারি সেন্সর, ৫ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

Acer Super ZX Pro ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ এসেছে। এতে আইপি৬৪ ডাস্ট ও স্প্ল্যাশ প্রতিরোধী রেটিং পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ডিভাইসে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।