Samsung Galaxy A55 5G এখন লঞ্চ প্রাইস থেকে ১৬ হাজার টাকা সস্তা

অ্যামাজনে ১৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে গ্রেট রিপাবলিক ডে সেল। তবে তার আগেই স্মার্টফোনের দামে নেমে বড়সড় কাটছাঁট দেখা গেল। সেলের আগে যে ফোনটি সবচেয়ে বেশি নজর কেড়েছে, সেটি হল Samsung Galaxy A55 5G। অফার জানলে ক্রেতারা অবাক হবেন। কারণ লঞ্চের সময় যে ফোনটির দাম ছিল প্রায় ৪০ হাজার টাকা, সেটাই এখন সেলের আগে পাওয়া যাচ্ছে প্রায় ১৬ হাজার টাকা কমে।
Samsung Galaxy A55 5G এর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের লঞ্চের সময় দাম ছিল ৩৯,৯৯৯ টাকা। তবে বর্তমানে অ্যামাজন ইন্ডিয়ায় ডিভাইসটির দাম নেমে এসেছে ২৩,৯৯৯ টাকায়। যারা মাঝারি বাজেটে প্রিমিয়াম ফিচারের ফোন খুঁজছেন, তাদের জন্য এটা বেশ আকর্ষণীয় ডিল।
দামের পাশাপাশি Samsung Galaxy A55 5G এর সাথে কিছু অতিরিক্ত অফারও দেওয়া হচ্ছে। কোম্পানি ১,১৯৯ টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে। তার সঙ্গে রয়েছে এক্সচেঞ্জ অফার। পুরানো ফোন বদলে ক্রেতারা আরও কিছু ছাড় পেতে পারেন। তবে এক্সচেঞ্জ অফারে কত টাকা ছাড় মিলবে তা নির্ভর করবে পুরানো ডিভাইসের অবস্থা, ব্র্যান্ড এবং অ্যামাজনের এক্সচেঞ্জ পলিসির উপর।
ফিচারের কথা বললে, Samsung Galaxy A55 5G মডেলে আছে ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিসপ্লের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস ভিক্টাস প্লাস। পারফরম্যান্সের জন্য এতে এক্সিনস ১৪৮০ চিপসেট দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির জন্য এর পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান, যেখানে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গে ১২ মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স ও ৫ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর পাওয়া যাবে। সেলফির জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
এর অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আইপি৬৭ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স, অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওয়ান ইউআই ৬.১ কাস্টম স্কিন, ডলবি অ্যাটমস সাউন্ড। হ্যান্ডসেটটি অওসম আইসব্লু, এবং অওসম নেভি কালার অপশনে মিলবে।

