Asus আগামী ৬ ফেব্রুয়ারি গ্লোবাল মার্কেটের জন্য Zenfone 12 Ultra উন্মোচন করতে চলেছে। এটি গত বছর লঞ্চ হওয়া Zenfone 12 Ultra-র উত্তরসূরী রূপে বাজারে আসতে চলেছে। তাইওয়ানের সংস্থাটি এখনও স্মার্টফোনটির কোনও স্পেসিফিকেশন প্রকাশ করেনি। তবে এখন আসুসের অফিসিয়াল টিজার থেকে এটির সামনের ডিজাইন ও বেশ কয়েকটি ফিচার্স প্রকাশ্যে চলে এসেছে। চলুন দেখে নিই Asus Zenfone 12 Ultra কী কী অফার করতে চলেছে।
Asus Zenfone 12 Ultra-র ভিডিয়ো টিজারে পাঞ্চ হোল ফ্ল্যাট ডিসপ্লে ও তার চারিদিকে সরু বেজেল লক্ষ্য করা গিয়েছে। খুব স্পষ্ট না হলেও, বেজেলগুলি আগের মডেলের তুলনায় পাতলা বলে অনুমান করা হচ্ছে। ভিডিয়োতে এক ব্যক্তিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক রিয়েল-টাইম কল ট্রান্সলেশন বৈশিষ্ট্য ব্যবহার করতে দেখানো হয়েছে। যা ইঙ্গিত করে যে এই স্মার্টফোনে একাধিক AI-চালিত ফিচার্স পাওয়া যাবে।
Asus Zenfone Ultra স্পেসিফিকেশন (সম্ভাব্য)
জানুয়ারির প্রথমদিকে প্রকাশিত গিকবেঞ্চের একটি লিস্টিং প্রকাশ করেছে যে জেনফোন ১২ আল্ট্রা ফোনে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর, ১৬ জিবি র্যাম এবং অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম রয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, ফ্ল্যাগশিপ ফোন হওয়া সত্বেও এতে ৩.৫ মিমি হেডফোন জ্যাক থাকছে।
এছাড়া, আসুস জেনফোন ১২ আল্ট্রা স্মার্টফোনটির স্পেসিফিকেশনগুলির সঙ্গে আরওজি ফোন ৯-এর মিল থাকতে পারে। ফলে এতে ৬.৭ ইঞ্চি ১৫৬ হার্টজ স্ক্রিন, ৫০ মেগাপিক্সেল (প্রধান) + ১৩ মেগাপিক্সেল (আল্ট্রা-ওয়াইড) + ৩২ মেগাপিক্সেল (টেলিফটো) ট্রিপল ক্যামেরা, ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৬৫ ওয়াট ওয়্যার্ড এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সহ ৫,৮০০ এমএএইচ ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.