সুমন পাত্র, কলকাতা: কম বাজেটের মধ্যে Samsung ফোন নেওয়ার কথা ভাবলে, আমরা এই প্রতিবেদনে তিনটি অসাধারণ অপশনের কথা বলবো। এই লিস্টে সবচেয়ে সস্তা স্মার্টফোনের মূল্য মাত্র ৭,৪৯৯ টাকা। স্যামসাংয়ের এই ফোনগুলিতে আপনি ফটোগ্রাফির জন্য ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা পাবেন। এছাড়াও রয়েছে ১২ জিবি পর্যন্ত র্যাম (র্যাম প্লাস ফিচারসহ) চমৎকার ডিসপ্লে এবং শক্তিশালী ব্যাটারি। তাহলে চলুন Samsung এর এই তিনটি ফোন সম্পর্কে জেনে নেওয়া যাক।
স্যামসাং গ্যালাক্সি এম০৫ এর ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টারনেট স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭,৪৯৯ টাকা। র্যাম প্লাস ফিচার সহ এর র্যাম ৮ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এই ফোনে ৭২০x১৬০০ পিক্সেল সহ ৬.৭ ইঞ্চির এইচডি+ রেজোলিউশনের ডিসপ্লে দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। এর সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেল। ডিভাইসটির ব্যাটারি ক্যাপাসিটি ৫০০০ এমএএইচ, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
স্যামসাং গ্যালাক্সি এ০৫ এর ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ অ্যামাজন ইন্ডিয়ায় ৮৫৯৯ টাকায় বিক্রি হচ্ছে। ফোনটি র্যাম প্লাস ফিচার সহ এসেছে। এর ফলে এর মোট র্যাম ১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর দেওয়া হয়েছে। এতে ৬.৭ ইঞ্চি ডিসপ্লে আছে, যা ৬০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং সেলফির জন্য ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। ডিভাইসটি ৫০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
স্যামসাং গ্যালাক্সি এম০৬ ৫জি এর ৪ জিবি র্যাম + ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯,১৯৯ টাকা। এতে ১২টি ৫জি ব্যান্ড সাপোর্ট করে। এই ফোনে পারফরম্যান্সের জন্য ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট দেওয়া হয়েছে। ফোনের ডিসপ্লে এইচডি+ রেজলিউশনযুক্ত। ফটোগ্রাফির জন্য হ্যান্ডসেটে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্সসহ ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর উপস্থিত। সেলফির জন্য পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। এতে দেওয়া হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.