মোবাইল

বাজেটের মধ্যে সেরা ৫ ওয়াটারপ্রুফ স্মার্টফোন, Redmi, Realme থেকে Oppo সব ফোনই পাবেন

Published on:

Best water resistant smartphone under 20000

আপনি যদি ভেবে থাকেন ওয়াটারপ্রুফ ফোন সস্তায় পাওয়া যায় না, তাহলে আপনি ভুল। এখন ২০,০০০ টাকার কম দামের স্মার্টফোনে ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং আছে। এই প্রতিবেদনে আমরা এমন ধরনের কিছু জল প্রতিরোধী বিল্ড সহ আসা ডিভাইসের বিষয়ে বলবো। এদের মধ্যে আছে Redmi Note 14 5G, Realme P3x 5G, Oppo F27 Pro Plus 5G স্মার্টফোন।

২০০০০ টাকার কমে ওয়াটারপ্রুফ স্মার্টফোন

Moto G85

এই মোটোরোলা ফোনটি ১৫,৯৯৯ টাকায় কেনা যাবে। এতে রয়েছে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ প্রসেসর।

Redmi Note 14 5G

শাওমি নোট সিরিজের এই স্মার্টফোন ১৭,৯৯৮ টাকায় পাওয়া যাবে। এতে রয়েছে ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে এবং ৫১১০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি।

Realme P3x 5G

এই রিয়েলমি ফোনটি আইপি৬৯ জল প্রতিরোধী রেটিং সহ এসেছে এবং এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪৫ ওয়াট চার্জিং স্পিড সহ ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে এবং ফোনটির দাম ১৩,২৪৬ টাকা।

Oppo F27 Pro Plus 5G

দুর্দান্ত বিল্ড কোয়ালিটির সাথে আসা এই ওপ্পো ফোনটির দাম ১৭,৯৯৬ টাকা। এতে ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসরের সাথে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট আছে।

Realme 14x 5G

রিয়েলমি ফোনের ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা এবং ফ্রন্ট প্যানেলে ৮ মেগাপিক্সেল ক্যামেরা উপস্থিত। এই ডিভাইসটি ১৩,৫০০ টাকার কাছাকাছি দামে কেনা যাবে। এই ফোনে ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বড় ৬০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।