বাজেটের মধ্যে নতুন স্মার্টফোন খোঁজ করছেন? তাহলে চিন্তার কিছু নেই। বাজারে এখন এমন অনেক ফোন আছে, যেগুলো একদিকে যেমন বাজেট-ফ্রেন্ডলি, তেমনই আবার ফিচারে ঠাসা। ই-কমার্স সাইট অ্যামাজন থেকে ডিভাইসগুলি কিনতে পারবেন। আর এদের দাম ৮,৫০০ টাকারও কম। এই দামে আপনি Samsung, Realme, Redmi ব্র্যান্ডের স্মার্টফোন পেয়ে যাবেন।
মাত্র ৭,৪৯৮ টাকায় পাওয়া যাচ্ছে রিয়েলমি নারজো এন৬১ ফোনের ৪ জিবি র্যাম আর ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট। তার ওপর কোম্পানি দিচ্ছে অতিরিক্ত ৫০০ টাকার কুপন ডিসকাউন্ট। এতে রয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা। চোখের আরাম বজায় রাখতে রয়েছে আই কমফোর্ট ডিসপ্লে এবং সঙ্গে IP54 রেটিং।
স্যামসাংয়ের এই ফাইভ-জি ফোন অ্যামাজনে কেনা যাচ্ছে ৭,৯৯৯ টাকায়। চাইলে কিছু ক্যাশব্যাকও পেতে পারেন। এই ডিভাইসে থাকছে ১২টি ৫জি ব্যান্ড সাপোর্ট, HD+ ডিসপ্লে এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট। ফটোগ্রাফির জন্য এর পিছনে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, সঙ্গে LED ফ্ল্যাশ। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
রেডমি এ৪ ৫জি স্মার্টফোনটা এখন ৮,৪৯৮ টাকায় কেনা যাচ্ছে। এতে পাওয়া যাবে স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের স্ক্রিন এবং ৫,১৬০ এমএএইচ ব্যাটারি, যা ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স দেওয়া হয়েছে। এটি ২৫৪ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সহ কেনা যাবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.