মোবাইল

10000 টাকার মধ্যে সেরা 5G স্মার্টফোন, Samsung থেকে Redmi আছে লিস্টে

Published on:

Best smartphones under 10000 rupees in 2025 top 5 option redmi to Samsung

আপনি যদি নতুন বছরে অর্থাৎ 2025 সালে নতুন ফোন কিনতে চান তাহলে আমরা 5G ডিভাইস নিতে বলবো। আর এরজন্য আপনাকে বেশি টাকা ব্যয় করতে হবে না। আপনি 10,000 টাকার কম দামেও এখন 5G স্মার্টফোন পেয়ে যেতে পারেন। আর এই ফোনগুলিতে লেটেস্ট অনেক ফিচারও আছে। এমনকি 10 হাজার টাকার কমে এখন স্যামসাং থেকে পোকো-র মতো জনপ্রিয় ব্র্যান্ড 5G হ্যান্ডসেট লঞ্চ করেছে। এই প্রতিবেদনে আমরা এই রেঞ্জে উপস্থিত সেরা 5টি ফোনের নাম জানাবো।

10000 টাকার কমে ভালো 5G স্মার্টফোন

Samsung Galaxy A14 5G

স্যামসাং স্মার্টফোনটির ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত এবং এতে হাই-রিফ্রেশ রেটের এলসিডি ডিসপ্লে পাওয়া যাবে। এই ফোনে অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক ওয়ান ইউআই 6 সফটওয়্যার স্কিন রয়েছে। ফ্লিপকার্ট থেকে এই ফোনটি অর্ডার করা যাবে 9,999 টাকায়।

WhatsApp Community Join Now

Motorola G35 5G

এই Motorola ডিভাইসে 5000mAh ব্যাটারি এবং 120Hz রিফ্রেশ রেট সহ Full HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। প্রিমিয়াম লুকের জন্য এই ফোনে ভেগান লেদার ফিনিশ ডিজাইন দেখা যাবে। এটি 9,999 টাকায় কেনা যাবে।

Redmi A4 5G

রেডমি A4 5G ফোনটি 8,999 টাকায় কেনা যাবে। তবে এটি কেবল স্ট্যান্ড-অ্যালোন (এসএ) 5G কানেক্টিভিটি অফার করে এবং এতে কেবল জিওর 5G সিম ব্যবহার করা যায়। অর্থাৎ এয়ারটেল বা Vi এর এনএসএ 5G নেটওয়ার্ক এতে সাপোর্ট করবে না।

Redmi 14C 5G

রেডমির এই ফোনে পারফরম্যান্সের জন্য স্ন্যাপড্রাগন 4 জেন 2 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়াও রয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ এবং অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইপারওএস কাস্টম স্কিন। এটি 9,999 টাকা থেকে পাওয়া যাবে।

Poco M6 5G

এই পোকো স্মার্টফোনটি 8,499 টাকায় কেনা যাবে এবং‌ এতে আছে 18W ফাস্ট চার্জিং সহ বড় 5000mAh ব্যাটারি। আবার ডিভাইসটি 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং বড় ডিসপ্লে সহ এসেছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন