রবিবার জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী মোদী দেশবাসীকে আজ, ২২ সেপ্টেম্বর থেকে জিএসটি সঞ্চয় উৎসবে মাততে বলেছেন। ইতিমধ্যেই ই-কমার্স সাইটগুলিতে জিএসটি কমার কারণে সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন। তাই আপনি যদি এই সময় নতুন কোনো ফোন কিনতে চান এবং আপনার বাজেট ২০,০০০ টাকার কম হয়, তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে আমরা আজ থেকে শুরু হওয়া Amazon Great Indian Festival Sale 2025-এ সস্তায় বিক্রি হওয়া কয়েকটি ডিভাইসের সন্ধান দেবো। আর প্রতিটি হ্যান্ডসেটের মূল্য ২০,০০০ টাকার কম।
অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল চলাকালীন Realme Narzo 80 Pro 5G ফোনটি ১৬,৪৯৯ টাকার পাওয়া যাবে। এতে আছে ডাইমেনসিটি ৭৪০০ চিপসেট, ৬০০০ এমএএইচ ব্যাটারি, ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ৪৫০০ নিট ব্রাইটনেসের ডিসপ্লে। ডিভাইসটি আইপি৬৯ রেটিং সহ এসেছে।
এই ফোনটি সেলে ১৬,৯৯৯ টাকায় বিক্রি হবে। এতে রয়েছে ১৪৪ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে, ৫৫০০ এমএএইচ ব্যাটারি, ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ চিপসেট।
Amazon Great Indian Festival সেলের সময় iQOO Z10R 5G ফোনটি ১৭,৪৯৯ টাকায় কেনা যাবে। ফিচার হিসেবে এতে আছে কোয়াড-কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, ডাইমেনসিটি ৭৪০০ প্রসেসর এবং ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
OnePlus Nord CE 4 ফোনটি ১৮,৪৯৯ টাকায় অ্যামাজনে তালিকাভুক্ত থাকবে। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ১০০ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫৫০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে।
সেলে ভিভো স্মার্টফোনটি ১৮,৯৯৯ টাকায় আপনার হবে। এতে ৪৪ চার্জিং সাপোর্ট সহ ৬৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। সাথে রয়েছে ডাইমেনসিটি ৭৩০০ চিপসেট এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট ডিসপ্লে।
Samsung Galaxy A17 5G মডেলটি সেলের সময় ১৮,৯৯৯ টাকায় বিক্রি হবে। এতে AI ফিচার, সুপার অ্যামোলেড ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
Amazon Great Indian Festival সেলে HONOR X9c 5G ফোনটি ১৯,৯৯৯ টাকায় পাওয়া যাবে। এতে আছে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ৬৬০০ এমএএইচ ব্যাটারি এবং ৪০০০ নিট ব্রাইটনেস সহ অ্যামোলেড ডিসপ্লে।
পুজো উপলক্ষে অ্যামাজনের বিশেষ সেলে Tecno হ্যান্ডসেটটি ১৯,৯৯৯ টাকায় কেনা যাবে। কোম্পানি দাবি এটি বিশ্বের সবচেয়ে পাতলা ফোন। এতে ৫১৬০ এমএএইচ ব্যাটারি, ১৪৪ হার্টজ কার্ভড AMOLED ডিসপ্লে আছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.