মোবাইল

108 মেগাপিক্সেল ক্যামেরার এই সস্তা ফোন এখন আরও কম দামে, ফ্লিপকার্টের নয়া সেলে ধামাকা অফার

Published on:

Infinix Note 40x 5G Flipkart Big Bachat Days Sale 108 megapixel camera Smartphone gets price cut

আপনি যদি কম দামে 108-মেগাপিক্সেল ক্যামেরার ফোন খোঁজ করে থাকেন তাহলে ফ্লিপকার্টের বিগ বাঁচাত ডেজ সেলে আপনার জন্য দুর্দান্ত ডিল রয়েছে। এই অফারে আপনি 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সহ আসা Infinix Note 40x 5G সস্তায় কিনতে পারেন। সেলে 35 শতাংশ ছাড়ের পর ফোনটির 8 জিবি র‌্যাম ও 256 জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 12,999, টাকা রাখা হয়েছে। আবার 5 জানুয়ারি পর্যন্ত চলা এই সেলে 1 হাজার টাকা ছাড় দেওয়া হচ্ছে। এর জন্য যেকোনো ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করতে হবে।

এছাড়া ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে 5% ক্যাশব্যাক পাওয়া যাবে। আবার এক্সচেঞ্জ অফারে সর্বোচ্চ 12,450 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। তবে মনে রাখবেন এক্সচেঞ্জ অফারে কত ডিসকাউন্ট পাওয়া যাবে তা নির্ভর করবে আপনার পুরাতন ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর।

WhatsApp Community Join Now

Infinix Note 40X এর ফিচার ও স্পেসিফিকেশন

ইনফিনিক্স নোট 40X ফোনে 2460×1080 পিক্সেল রেজোলিউশন সহ 6.78-ইঞ্চি ফুল এইচডি + এলসিডি প্যানেল আছে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিভাইসটি 12 জিবি পর্যন্ত এলপিডিডিআর4এক্স র‌্যাম এবং 256 জিবি পর্যন্ত ইউএফএস 2.2 স্টোরেজ সহ পাওয়া যায়। পারফরম্যান্সের জন্য দেওয়া হয়েছে ডাইমেনসিটি 6300 চিপসেট। ফটোগ্রাফির জন্য এই স্মার্টফোনে এলইডি ফ্ল্যাশসহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান।

এই ক্যামেরাগুলি হল 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর এবং একটি এআই লেন্স। সেলফির জন্য এতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে 5000mAh ব্যাটারি। এই ব্যাটারি 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। ডিভাইসটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক XOS 14 কাস্টম স্কিনে চলে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন