এই জুলাই মাসে নতুন ফোন কেনার পরিকল্পনা থাকলে, কয়েকদিন অপেক্ষা করে যান। কারণ ১২ জুলাই থেকে শুরু হচ্ছে Flipkart GOAT সেল ২০২৫। আর এই সেল চলবে আগামী ১৭ জুলাই পর্যন্ত। আর এই সেলে স্মার্টফোনপ্রেমীদের জন্য থাকছে লোভনীয় ডিসকাউন্ট অফার। এই সেলে আলকাটেলের সদ্য বাজারে আসা তিনটি ৫জি ফোন, Alcatel V3 Classic, V3 Pro এবং V3 Ultra দারুন ছাড়ে কেনা যাবে। এর সাথে থাকছে ছয় মাসের নো-কস্ট ইএমআই-এর সুবিধাও।
আলকাটেল ভি৩ আল্ট্রা ৫জি মডেলটির ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের আগে দাম ছিল ১৯,৯৯৯ টাকা, আর ৮ জিবি র্যাম ভার্সন কিনতে খরচ করতে হত ২১,৯৯৯ টাকা। কিন্তু সেলে দাম কমে হবে যথাক্রমে ১৫,৯৯৯ টাকা এবং ১৭,৯৯৯ টাকা। মানে প্রায় ৪,০০০ ছাড়।
Alcatel V3 Ultra 5G ডিভাইসে আছে ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস NXTPAPER ডিসপ্লে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০১০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য এতে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। আর সামনে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
আলকাটেল ভি৩ প্রো ৫জি এর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের আগে দাম ছিল ১৭,৯৯৯ টাকা, তবে সেলে এটি বিক্রি হবে ১৩,৯৯৯ টাকা।
Alcatel V3 Pro 5G ফোনে পাওয়া যাবে ৬.৬৭ ইঞ্চি NXTPAPER ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ডিভাইসটি ৫,০১০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। এর অন্যান্য ফিচারের মধ্যে আছে ডুয়েল স্পিকার, এনএফসি, আইপি৫৪ রেটিং, ফিঙ্গারপ্রিন্ট ও ফেস আনলক।
আলকাটেল ভি৩ ক্ল্যাসিক ৫জি এর ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ফ্লিপকার্ট গোট সেলে ৯,৯৯৯ টাকায় কেনা যাবে, যেখানে এর লঞ্চের সময় দাম ছিল ১২,৯৯৯ টাকা। আর এর ৬ জিবি র্যাম ভার্সন মিলবে ১১,৯৯৯ টাকায়
Alcatel ফোনে আছে ৬.৬৭ ইঞ্চি এইচডি প্লাস NXTVision ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। সাথে পাওয়া যাবে ৫,২০০ এমএএইচ ব্যাটারি, ডুয়েল সিম সাপোর্ট, আইপি৫৪ রেটিং এবং ৩.৫মিমি হেডফোন জ্যাক।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.