Vivo, Moto ও Nothing ফোন কিনুন রেকর্ড ছাড়ে, চলছে ফ্লিপকার্ট মোবাইল ফেস্ট সেল

নতুন স্মার্টফোন কিনতে চান? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুযোগ। আসলে ই-কমার্স সাইট ফ্লিপকার্টে চলছে মোবাইল অফার ফেস্ট, যেখানে জনপ্রিয় ব্র্যান্ডের বেশকিছু ফোন বিশেষ ছাড়ে কেনা যাচ্ছে। বিশেষ করে Motorola, Vivo এবং Nothing-এর কিছু 5G স্মার্টফোন কম দামে কেনা যাবে। নিচে ফ্লিপকার্ট মোবাইল অফার ফেস্ট সেলের সেরা ৫ ডিল সম্পর্কে আলোচনা করা হলো।

ফ্লিপকার্ট মোবাইল অফার ফেস্ট সেলের অফার

Vivo T3 Lite 5G: যারা কম দামে ভালো স্পেসিফিকেশনের ফোন চান, তাদের জন্য ভিভো টি৩ লাইট ৫জি একটি দারুণ বিকল্প হতে পারে। এটি অফারে মাত্র ৯,২৪৯ টাকায় কেনা যাবে এবং এই ডিভাইসে আছে ৬.৫৬ ইঞ্চি ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং ৫০০০ এমএএইচ ব্যাটারির সাথে ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর।

আরও পড়ুন: Vivo, Moto ও Nothing ফোন কিনুন রেকর্ড ছাড়ে, চলছে ফ্লিপকার্ট মোবাইল ফেস্ট সেল

Motorola G85 5G: এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ব্যাঙ্ক অফারের পর ১৪,২৪৯ টাকায় পাওয়া যাচ্ছে। এতে রয়েছে ৬.৬৭ ইঞ্চি ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং পাওয়ারফুল স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ প্রসেসর।

Nothing Phone (2a): এই ফোনটির দাম মাত্র ১৭,৯৯৯ টাকা, এবং এর সাথেও ব্যাঙ্ক অফার পাওয়া যাবে। ফিচারের কথা বললে এই স্মার্টফোনে রয়েছে ৬.৭ ইঞ্চি ডিসপ্লে, ডুয়েল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ, ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ প্রো প্রসেসর।

আরও পড়ুন: ১২ জিবি র‍্যাম ও দুর্দান্ত ক্যামেরার Realme Narzo 70 Turbo এখন ২০ হাজার টাকার কমে

Motorola Edge 50 Fusion: যারা ক্যামেরা ও পারফরম্যান্সে সমান গুরুত্ব দেন, তাদের জন্য মোটোরোলা এজ ৫০ ফিউশন আদর্শ। ব্যাঙ্ক অফারে ১৭,০৯৯ টাকায় কেনা যাবে ফোনটি, যাতে রয়েছে স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর, ৬.৭ ইঞ্চি ডিসপ্লে এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

Vivo T3 Ultra 5G: সবচেয়ে হাই-এন্ড মডেল হিসেবে এই লিস্টে সামিল Vivo T3 Ultra 5G ব্যাঙ্ক অফার সহ ২৩,৭৪৯ টাকায় পাওয়া যাচ্ছে। এতে রয়েছে ডাইমেনসিটি ৯২০০ প্লাস প্রসেসর, অ্যামোলেড ডিসপ্লে ও শক্তিশালী ব্যাটারি।

আরও পড়ুন: