মোবাইল

Flipkart Republic Day সেলে জলের দরে iPhone 16 সিরিজ, Pixel 8a, দেখুন কোন কোন ফোনে অফার রয়েছে

Published on:

Flipkart republic day sale discount offer on iphone 16 pixel 8a Samsung Motorola smartphones

শীঘ্রই চালু হবে Flipkart Republic Day Sale 2025। এই সেল উপলক্ষে বিস্তর ডিভাইসের উপর ব্যাপক ছাড় দেওয়া হবে। আসল দামের তুলনায় অনেক কমে পাবেন iPhone 16 সিরিজ, Pixel 8a এর মতো প্রিমিয়াম স্মার্টফোন। আইফোন 16 অথবা আইফোন 16 প্রো কেনার ইচ্ছা থাকলে তা কম খরচে মিটিয়ে নেওয়ার এটাই সুযোগ। আসুন জেনে নেওয়া যাক এই সেলে কী কী অফার থাকছে।

2025 Flipkart Republic Day Sale : অফার দিল

বড় ছাড় আইফোনে

WhatsApp Community Join Now

আইফোন 16 এর আসল দাম 79,990 টাকা। কিন্তু সেল চলাকালীন পাওয়া যাবে 63,999 টাকায়। এই প্রথম এত কম দামে পাওয়া যাবে ফোনটি। তার সঙ্গে থাকবে ব্যাঙ্ক ডিসকাউন্ট, ক্যাশব্যাক অফার এবং এক্সচেঞ্জ বোনাস।

আইফোন 16 সিরিজের টপ মডেল যেগুলোর চাহিদা বেশি থাকে : আইফোন 16 প্রো (128GB) এবং প্রো ম্যাক্স এগুলি পাওয়া যাবে যথাক্রমে : 1,02,900 টাকায় এবং 1,27,900 টাকায়। যেখানে এই দুই ফোনের আসল দাম 1,19,900 টাকা এবং 1,44,900 টাকা।

ব্যাপক কম দামে অ্যান্ড্রয়েড ফোন

আইফোন ছাড়াও প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ফোনগুলিতেও পাবেন আকর্ষণীয় ছাড়। যেমন স্যামসাং গ্যালাক্সি S24 প্লাস কেনা যাবে 59,999 টাকায়। সিএমএফ ফোন 1 এর দাম থাকবে 13,999 টাকা। মোটো এজ 50 কিনতে পারবেন 19,999 টাকায়। গুগল পিক্সেল 8a কেনা যাবে 32,999 টাকায়। অন্যান্য পিক্সেল মডেলেও পাওয়া যাবে ডিসকাউন্ট ও অফার।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন