Categories: মোবাইল

আজ রাতেই অফার শেষ, Infinix ফ্লিপ 5G স্মার্টফোন অবিশ্বাস্য দামে কেনার সেরা সুযোগ হাতছাড়া করবেন না

ফোল্ডেবল ফোনের চাহিদা বাজারে ধীরে ধীরে বাড়ছে। আগে ডিভাইসগুলি আল্ট্রা প্রিমিয়াম বিভাগে আসতো। তবে এখন ইনফিনিক্স, টেকনো ও মোটোরোলার মতো ব্র্যান্ড কম দামে ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করছে। আপনি ৫০ হাজার টাকার কমে এখন ফোল্ডেবল ফোন কিনতে পারবেন। ই-কমার্স সাইট ফ্লিপকার্টে এখন চলছে ওএমজি সেল।আজই এই সেল শেষ হবে। এই সেলে অনেক কম দামে Infinix এর ক্ল্যামশেল ডিজাইনের একটি ফোল্ডেবল ফোন বিক্রি হচ্ছে। আসল দামের তুলনায় এটি প্রায় ৪০ শতাংশ ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। আসুন এই ডিভাইসের নাম ও অফার সম্পর্কে জেনে নেওয়া যাক।

Infinix Zero Flip 5G ফ্লিপকার্ট সেলে সস্তায় কিনুন

ইনফিনিক্স জিরো ফ্লিপ ৫জি ফোনের ৮ জিবি র‌্যাম ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম ৭৫,৯৯৯ টাকা। তবে ফ্লিপকার্ট ওএমজি সেলে এটি ৩৭ শতাংশ ছাড়ে ৪৯,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। ফ্লিপ স্মার্টফোনটি দুটি কালারে পাওয়া যাবে- রক ব্ল্যাক এবং ব্লসম গ্লো।

ফ্লাট ডিসকাউন্টের পাশাপাশি ফ্লিপকার্ট এই ডিভাইসের সাথে ২,০০০ টাকা ছাড় দিচ্ছে। এই অফারটি সমস্ত ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্টে পাওয়া যাচ্ছে। এছাড়াও আইসিআইসিআই ও এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে ২,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট রয়েছে। এছাড়া ৬ মাসের নো কস্ট ইএমআই অফার পাওয়া যাবে। এর সাথে এক্সচেঞ্জ অফারও দেওয়া হচ্ছে।

Infinix Zero Flip 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

ইনফিনিক্স জিরো ফ্লিপ ৫জি স্মার্টফোনে আছে ৬.৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস LTPO AMOLED ডিসপ্লে আছে। এর রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং পিক ব্রাইটনেস ১৪০০ নিট। হ্যান্ডসেটটি গরিলা গ্লাস ভিক্টাস ২ প্রোটেকশন সহ এসেছে এতে ৩.৬৪ ইঞ্চি বড় কভার ডিসপ্লেও উপস্থিত। এই স্মার্টফোনে পারফরম্যান্সের জন্য আছে অক্টা কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০২০ প্রসেসর। ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক এক্সওএস ১৪.৫ কাস্টম স্কিনে চলে।

Infinix Zero Flip 5G স্মার্টফোনের ব্যাক সাইডে রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ৫০ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। এথে ডুয়াল ফ্ল্যাশও রয়েছে। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এটির সামনেও ডুয়েল ফ্ল্যাশও আছে।

ভালো ফটোগ্রাফির জন্য এতে নাইট, পোর্ট্রেট, স্লো মোশন, টাইম-ল্যাপস, এআর শট, ডকুমেন্ট, সুপার ম্যাক্রো, প্যানারোমা, স্কাই শট, প্রো, ডুয়াল ভিডিও, লং এক্সপোজার এবং ওয়াইড সেলফি সাপোর্ট করবে। স্মার্টফোনটি ৪৭২০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে। এই ব্যাটারি ৭০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Julai Mondal

জুলাই Tech Gup এর একজন অভিজ্ঞ এডিটর, যার মোবাইল ও টেলিকম বিষয়ক খবরে ৬ বছরের অভিজ্ঞতা রয়েছে। নতুন নতুন গ্যাজেটের উপর বিশেষ ফোকাস সহ, তিনি প্রায়শই প্রযুক্তির নতুন দিগন্তের সন্ধান করেন। অবসর সময়ে, তিনি প্রযুক্তির নতুন ভিডিও ও ক্রিকেট খেলা দেখতে পছন্দ করেন। তার সম্পর্কে আরও জানতে https://x.com/julai_mondal একাউন্টে 'হায়' পাঠাতে পারেন।

Recent Posts

BSNL, Jio ও Airtel এর সেরা কলিং ও ডেটা প্ল্যান, 180 দিনের ভ্যালিডিটি সহ রয়েছে দুর্দান্ত সুবিধা

অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…

16 hours ago

iQOO 15 ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ ভারতে আসছে, লঞ্চের তারিখ ঘোষণা করা হল

অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…

16 hours ago

মাত্র 6799 টাকায় Samsung Galaxy M07 স্মার্টফোন, রয়েছে দারুণ ক্যামেরা ও 90Hz ডিসপ্লে

উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…

16 hours ago

300 টাকার কমে Airtel এর সেরা সাত রিচার্জ প্ল্যান, আনলিমিটেড কল সহ ডেটা ও অনেক কিছু

Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…

1 day ago

OnePlus 15 আগামীকাল লঞ্চ হচ্ছে, তিনটি 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ আর কি থাকবে

OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…

1 day ago

Lava Shark 2 মাত্র 6799 টাকায় 50 মেগাপিক্সেল ক্যামেরা ও 5000mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল

Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…

2 days ago

This website uses cookies.