দাম বাড়ছে না, লঞ্চের আগেই Google Pixel 10 সিরিজের চারটি মডেলের মূল্য ফাঁস

Google Pixel 10 সিরিজের জন্য অনেকেই অপেক্ষা করছেন। যদিও গুগল এখনো এই সিরিজের লঞ্চের তারিখ নিশ্চিত করেনি, তবে বিভিন্ন রিপোর্ট ও সার্টিফিকেশন সাইট থেকে এই সিরিজের ফোনগুলি সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে আসছে। আশা করা হচ্ছে, আসন্ন এই সিরিজের অধীনে চারটি ভিন্ন মডেল আসবে – Pixel 10, Pixel 10 Pro, Pixel 10 Pro XL এবং Pixel 10 Pro Fold। আজ নয়া একটি রিপোর্ট থেকে সিরিজের স্মার্টফোনগুলির দাম সামনে এসেছে। তবে এই দাম ইউরোপের বাজারের জন্য। আশা করা যায়, অন্যান্য অঞ্চলে আরও কমে পাওয়া যাবে ডিভাইসগুলি।

জার্মান টিপস্টার রোল্যান্ড কোয়ান্ট, WinFuture-এর সাথে হাত মিলিয়ে এই দাম ফাঁস করেছেন। তার মতে, ইউরোপে Pixel 10 সিরিজের মূল্য Pixel 9 সিরিজের মতোই থাকবে। অর্থাৎ কেউ যদি দাম কমার আশা করে থাকেন, তাহলে সেটা সম্ভব নয় বলেই মনে হয়।

Google Pixel 10 সিরিজের কোন মডেলের দাম কত থাকবে

গুগল পিক্সেল ১০ প্রো ফোল্ড মডেলটি সিরিজের সবচেয়ে প্রিমিয়াম ডিভাইস হবে। এর ২৫৬ জিবি ভার্সনের দাম রাখা হতে পারে ১,৮৯৯ ইউরো (ভারতীয় মূল্যে প্রায় ১,৭২,০০০ টাকা), আর ১ টিডি মডেলের দাম ছুঁতে পারে ২,২৮৯ ইউরো (প্রায় ২,০৭,৫০০ টাকা)-তে।

এদিকে পিক্সেল ১০ প্রো এক্সএল এর ১২৮ জিবি ভ্যারিয়েন্টটি এবার আসবে না বলে দাবি করা হয়েছে। এর ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হবে প্রায় ১,২৯৯ ইউরো (প্রায় ১,১৭,৭০০ টাকা)। আর ৫১২ জিবি মডেলটি কেনা যাবে ১,৪২৯ ইউরো (প্রায় ১,২৯,৫০০ টাকা)-তে, আর ১ টিবি ভ্যারিয়েন্টের দাম পড়বে প্রায় ১,৬৮৯ ইউরো (প্রায় ১,৫৩,১০০ টাকা)।

Google Pixel 10 Pro ডিভাইসটি চারটি স্টোরেজ অপশনে আসতে পারে – ১২৮ জিবি থেকে শুরু করে ১ টিবি পর্যন্ত। আর এই মডেলের দাম শুরু হবে ১,০৯৯ ইউরো (প্রায় ৯৯,৫০০ টাকা) থেকে, আর সবচেয়ে দামি মডেল কিনতে খরচ হবে ১,৫৮৯ ইউরো (প্রায় ১,৪৪,২০০ টাকা)।

সিরিজের বেস মডেল অর্থাৎ Google Pixel 10 মডেলটির দাম শুরু হতে পারে ৮৯৯ ইউরো (প্রায় ৮১,৫০০ টাকা) থেকে। ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের জন্য গুনতে হতে পারে ৯৯৯ ইউরো (প্রায় ৯০,৬০০ টাকা)।