মোবাইল

Google Pixel 10, Pixel 10 Pro, Pixel 10 Pro XL দুর্দান্ত ক্যামেরা ও ফাটাফাটি ফিচার সহ ভারতে লঞ্চ হল

গতকাল গভীর রাতে Google ভারতে Pixel 10, Pixel 10 Pro, Pixel 10 Pro XL স্মার্টফোন লঞ্চ করল। ভারতে এই সিরিজের দাম শুরু হয়েছে ৭৯,৯৯৯ টাকা থেকে। সিরিজের প্রতিটি ফোনেই গুগলের নিজস্ব টেনসর জি৫ চিপসেট ও টাইটান এম৫ সিকিউরিটি চিপ পাওয়া যাবে। সাথে দেওয়া হয়েছে ইনবিল্ট Qi2 চার্জিং ম্যাগনেট, যা পিক্সেল স্ন্যাপ অ্যাক্সেসরিজের মাধ্যমে ম্যাগনেটিক চার্জিং সাপোর্ট করবে।

সিরিজের Pixel 10 Pro, Pixel 10 Pro XL মডেল দুটিতে ফটোগ্রাফির জন্য পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৪২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আর Pixel 10 ডিভাইসে ৫এক্স জুমের সাথে টেলিফটো ক্যামেরা দেওয়া হয়েছে। যদিও প্রো মডেলে ২০এক্স সুপার রেস জুম, আর প্রো এক্সএল মডেলে সর্বোচ্চ ১০০এক্স প্রো রেস জুম সাপোর্ট করবে।

Google Pixel 10, Pixel 10 Pro, Pixel 10 Pro XL এর দাম ও উপলব্ধতা

ভারতে Pixel 10 এর ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৭৯,৯৯৯ টাকা। এটি ইন্ডিগো, ফ্রস্ট, লেমনগ্রাস ও অবসিডিয়ান কালার অপশনে এসেছে।

এদিকে Pixel 10 Pro ও Pixel 10 Pro XL-এর মূল্য ধার্য করা হয়েছে যথাক্রমে ১,০৯,৯৯৯ টাকা এবং ১,২৪,৯৯৯ টাকা। দুটি ফোনই জেড, মুনস্টোন, ও অবসিডিয়ান কালার অপশনে পাওয়া যাবে। তবে প্রো মডেল অতিরিক্ত পোর্সেলিয়ন ভ্যারিয়েন্টেও পাওয়া যাবে।

তিনটি মডেলই এক্সক্লুসিভলি Flipkart থেকে কেনা যাবে। শীঘ্রই এদের প্রি-অর্ডার শুরু হবে। ক্রেতারা আকর্ষণীয় ব্যাঙ্ক অফারের লাভ ওঠাতে পারবেন।

Google Pixel 10 এর স্পেসিফিকেশন ও ফিচার

গুগল পিক্সেল ১০ ডিভাইসের সামনে দেখা যাবে ৬.৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস ওএলইডি সুপার অ্যাকুয়া ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৩০০০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে। এই ডিসপ্লের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস ২ প্রোটেকশন। পারফরম্যান্সের জন্য এতে ৩এনএম টেনসর জি৫ প্রসেসর, টাইটান এম২ সিকিউরিটি চিপ, ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। আর ফোনটি অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে চলবে। কোম্পানি এতে ৭ বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড ও সিকিউরিটি আপডেট দেবে।

ক্যামেরা বিভাগে Google Pixel 10 এর পিছনে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১০.৮ মেগাপিক্সেল টেলিফটো লেন্স (৫এক্স জুম) এবং ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স উপস্থিত। সামনে সেলফি ও ভিডিও কলের জন্য ১০.৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এতে ক্যামেরা কোচের মতো গুগল জেমিনি এআই ফিচার সাপোর্ট করবে।

ব্যাটারির কথা বললে, Pixel 10 ফোনে দেওয়া হয়েছে ৪৯৭০ এমএএইচ ব্যাটারি, যা ৩০ ওয়াট ফাস্ট চার্জিং এবং ১৫ ওয়াট Qi2 ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। তাপ নিয়ন্ত্রণের জন্য এতে ভেপার কুলিং সিস্টেম রয়েছে। এর অন্যান্য ফিচারের মধ্যে পাওয়া যাবে আইপি৬৮ রেটিং, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ইউএসবি টাইপ সি পোর্ট।

Pixel 10 Pro ও Pixel 10 Pro XL এর ফিচার ও স্পেসিফিকেশন

Pixel 10 Pro মডেলে আছে ৬.৩ ইঞ্চি সুপার অ্যাকুয়া ডিসপ্লে (১২৮০×২৮৫৬ রেজোলিউশন), আর Pro XL মডেলে রয়েছে ৬.৮ ইঞ্চি ডিসপ্লে (১,৩৪৪×২,৯৯২ পিক্সেল রেজোলিউশন)। দুটি ফোনেই এলটিপিও প্যানেল দেওয়া হয়েছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং পিক ব্রাইটনেস ৩,০০০ নিটস। সুরক্ষার জন্য ডিভাইসের সামনে ও পিছনের প্যানেলে গরিলা গ্লাস ভিক্টাস ২ দেওয়া হয়েছে।

এই প্রো মডেলগুলিতে Tensor G5 প্রসেসর ব্যবহার করা হয়েছে, সাথে পাওয়া যাবে ১৬ জিবি র‌্যাম। ক্যামেরা বিভাগে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৪৮ মেগাপিক্সেল টেলিফটো (৫এক্স জুম) লেন্স, এবং ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। সামনে পাওয়া যাবে ৪২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য প্রো মডেলে ৪৮৭০ এমএএইচ এবং প্রো এক্সএল মডেলে ৫২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এর মধ্যে পরের মডেলে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং আর ২৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।

Tech Gup Desk

Recent Posts

BSNL, Jio ও Airtel এর সেরা কলিং ও ডেটা প্ল্যান, 180 দিনের ভ্যালিডিটি সহ রয়েছে দুর্দান্ত সুবিধা

অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…

11 hours ago

iQOO 15 ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ ভারতে আসছে, লঞ্চের তারিখ ঘোষণা করা হল

অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…

11 hours ago

মাত্র 6799 টাকায় Samsung Galaxy M07 স্মার্টফোন, রয়েছে দারুণ ক্যামেরা ও 90Hz ডিসপ্লে

উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…

11 hours ago

300 টাকার কমে Airtel এর সেরা সাত রিচার্জ প্ল্যান, আনলিমিটেড কল সহ ডেটা ও অনেক কিছু

Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…

23 hours ago

OnePlus 15 আগামীকাল লঞ্চ হচ্ছে, তিনটি 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ আর কি থাকবে

OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…

24 hours ago

Lava Shark 2 মাত্র 6799 টাকায় 50 মেগাপিক্সেল ক্যামেরা ও 5000mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল

Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…

1 day ago

This website uses cookies.