আপনি যদি ২০ থেকে ৩০ হাজার টাকার মধ্যে একটি নতুন ফোন কিনতে চান, তাহলে ফ্লিপকার্টে দুটি দুর্দান্ত ডিল রয়েছে। এই দুই ডিল পাওয়া যাচ্ছে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ আসা Motorola Edge 50 Neo এবং ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ উপস্থিত Vivo T3 Ultra এর উপর। উভয় ডিভাইসই ১,৫০০ টাকা পর্যন্ত ছাড়ে কেনা যাবে। এর সাথে ক্যাশব্যাক অফার আছে। শুধু তাই নয়, পাওয়া যাচ্ছে বাম্পার এক্সচেঞ্জ অফার।
Motorola Edge 50 Neo
মোটোরোলা এজ ৫০ নিও এর ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ফ্লিপকার্টে ২০,৯৯৯ টাকা। এর উপর অতিরিক্ত ১,৫০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করলে ৫% ক্যাশব্যাক পাওয়া যাবে। এক্সচেঞ্জ অফারে দেওয়া হবে ১৯,৭৫০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট।
ফিচারের কথা বললে মোটোরোলা এজ ৫০ নিও ফোনে আছে ৬.৪ ইঞ্চি সুপার এইচডি ডিসপ্লে, ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর। ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। এই ডিভাইসে ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৩১০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
Vivo T3 Ultra
ভিভো টি৩ আল্ট্রা এর ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৯,৯৯৯ টাকা। এই হ্যান্ডসেটটিও ১,৫০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক ছাড়ের সাথে কেনা যাবে। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ড দিয়ে পেমেন্ট করলে ৫% ক্যাশব্যাক পাওয়া যাবে। রয়েছে পুরানো ফোন এক্সচেঞ্জ করে ১৮,৩০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়ার সুযোগ।
স্পেসিফিকেশনের কথা বললে ভিভো টি৩ আল্ট্রা ডিভাইসের সামনে দেখা যাবে ৬.৭৮ ইঞ্চি ডিসপ্লে। পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি এবং সামনে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। ডিভাইসটি ডাইমেনসিটি ৯২০০ প্রসেসরে চলে। এর ব্যাটারি ক্যাপাসিটি ৫,৫০০ এমএএইচ, যা ৮০ ওয়াট চার্জিং সাপোর্ট করে।